জাসদ নেতা পিন্টুর স্মরণসভায় আনোয়ারুল ইসলাম বাবু : কৃষি বান্ধব হলে হবে না কৃষক বান্ধবও হতে হবে

 

জীবননগর ব্যুরো: জাতীয় কৃষক জোট কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রয়াত জাসদ নেতা গোলাম মোরশেদ পিন্টুর ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাঁকা ইউনিয়ন জাসদের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মিনাজপুর বাজার প্রাঙ্গণে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বাঁকা ইউনিয়ন জাসদ সভাপতি হযরত আলীর সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বর্তমান সরকার কৃষি উন্নয়নের জন্য যুগান্তকারী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। এ সরকারকে কৃষি বান্ধব বলা হয়ে থাকে। মু্ক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য শুধু কৃষি বান্ধব হলে হবে না সরকারকে কৃষক বান্ধবও হতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীবননগর  উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ও প্রয়াত পিন্টুর বড় ভাই গোলাম মোর্তুজা বলেন, আজকের এই স্মরণসভায় আমার সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। স্মরণসভায় এখানে দাঁড়িয়ে বক্তব্য দেয়ার কথা ছিলো গোলাম মোরশেদ পিন্টুর। উপজেলা জাসদ  সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শামসুল আলম, পৌর জাসদ সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ডিটু, বাঁকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান। এছাড়া আরও বক্তব্য রাখেন, পিন্টুর অপর সহোদর গোলাম মোস্তফা বাবু, উপজেলা জাসদ সাংগঠনিক সম্পাদক রাজু আহাম্মেদ। উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম, আব্দুস সাত্তার, রাসেল আহাম্মেদ, জামাল উদ্দীন, আব্দুল মান্নান, সুজা উদ্দীন, মহাসিন আলী, আফনান, শাহীন, ইমন, হাসেম, পিপুল প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা জাসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক হারুন-অর-রশিদ।