জাতীয় সেনিটেশন মাস উপলক্ষে দামুড়হুদায় বর্ণাঢ্য ৱ্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত

 জাতীয় সেনিটেশন মাস উপলক্ষে দামুড়হুদায় বর্ণাঢ্য ৱ্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এনজিও ফোরাম ও ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় এবং রিসোর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপসহকারী প্রকৌশলী আব্দুর রশিদ, রিসো’র নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম ও এনজিও ফোরাম যশোর অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা মনিরুল ইসলাম। দামুড়হুদার পানি ও সেনিটেশন পরিস্থিতির ওপর লিখিত প্রবন্ধ উপস্থাপন করেন উপসহকারী প্রকৌশলী আব্দুর রশিদ। উপজেলার ওয়াটসান ও হাইজিন পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম ও গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য ৱ্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এ সময় কার্পাসডাঙ্গা, হাউলী ও দামুড়হুদা সদর ইউনিয়ন থেকে আগত গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয় বরাবর হতদরিদ্র মানুষের পানি ও সেনিটেশন সুবিধা নিশ্চিত করার দাবিতে স্মারকলিপি পেশ করেন। সভায় ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন রিসো’র সমন্বয়কারী দারুল ইসলাম। বিজ্ঞপ্তি।