জাতীয় রোভার মুট চ্যালেঞ্জ ১২ আইসিটি’র ডক্যুমেন্ট তৈরি প্রতিযোগিতায় আলমডাঙ্গা ডিগ্রি কলেজ চ্যাম্পিয়ন

 

আলমডাঙ্গা ব্যুরো: ১১তম জাতীয় রোভার মুট’১৭–তে চ্যালেঞ্জ ১২ আইসিটি’র ডক্যুমেন্ট তৈরি প্রতিযোগিতায় আলমডাঙ্গা ডিগ্রি কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার চ্যাম্পিয়ন ক্রেস্ট নিয়ে আলমডাঙ্গায় ফিরেছে দেশসেরা আলমডাঙ্গা ডিগ্রি কলেজ রোভার স্কাউট টিম।

জানা গেছে, এ বছর ১১তম জাতীয় রোভার মুট অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জ শহরে। গত ২৫ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত সপ্তাব্যাপী এ জাতীয় রোভার মুট অনুষ্ঠিত হয়। ওই রোভার মুটে আলমডাঙ্গা ডিগ্রি কলেজ থেকে ৩ শিক্ষক ও ৮ ছাত্রের একটি টিম অংশগ্রহণ করে। আলমডাঙ্গা ডিগ্রি কলেজের ছাত্র সোহাগ আলী, মেহেদী হাসান, ফররুখ আহমেদ সৌরভ, মাসুদ রানা, মোসাদ্দেক আলী, রোকন আলী, রাজিব হোসেন ও রনি আহমেদের টিম অংশ নেয়। জেলা রোভার সম্পাদক আলমডাঙ্গা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকারী অধ্যাপক আবু হাসান আইটি কর্মকর্তা ও কিলেজের প্রভাষক মাকসুদুর রহমান এবং প্রভাষক রাশেদুল কবির ইউনিট লিডার হিসেবে টিমের সাথে অংশ নেন। তারা চ্যালেঞ্জ ১২’র আইসিটি (ডক্যুমেন্ট তৈরি) বিভাগের প্রতিযোগিতায় অংশ নিয়ে কিস্তি মাত করে। আইসিটির ডক্যুমেন্ট তৈরি বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দেশ সেরার পদক হাতে নিয়ে আলমডাঙ্গা ডিগ্রি কলেজের বিজয়ী রোভার টিমটি আলমডাঙ্গায় ফেরে।