জঙ্গি সন্ত্রাস ও গুপ্তহত্যা দমনে এবার আলমডাঙ্গার হারদীতে গ্রাম প্রতিরক্ষা দলের হাতে বাঁশের লাঠি তুলে দিলো পুলিশ

 

আলমডাঙ্গা ব্যুরো: জঙ্গি সন্ত্রাস ও গুপ্তহত্যা দমনে এবার আলমডাঙ্গার হারদীতে গ্রাম প্রতিরক্ষা দলের হাতে বাঁশের লাঠি তুলে দিয়েছে পুলিশ। হিন্দু-মুসলিম-খ্রিস্টান ভাই ভাই, জাতিগত কোনো বিভেদ নাই এ স্লোগানে হারদী ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোহাম্মদ ছুফী উল্লাহ। গতকাল মঙ্গলবার বেলা ৪টার দিকে তিনি গ্রাম প্রতিরক্ষা দলের সদস্যদের হাতে বাঁশের লাঠি ও বাঁশি তুলে দেন। এ সময় তিনি বলেন, পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে যাচ্ছে। বিভিন্ন জঙ্গি সংগঠনের নামে যারা গুপ্তহত্যা করছে, তাদেরকে ধরে আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর। জঙ্গী সন্ত্রাস ও গুপ্তহত্যা দমনে প্রতিটি গ্রামে প্রতিরক্ষা দল গঠন করা হচ্ছে। তাদের হাতে লাঠি ও বাঁশ তুলে দেয়া হচ্ছে। সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য কোনো অপরিচিত লোক এলাকায় এলে তাকে তার পরিচয় জিজ্ঞাসা করতে। সে সঠিক ভাবে পরিচয় দিতে না পারলে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করতে হবে। পরবর্তীতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ।

হারদী ইউপি চেয়ারম্যান নূরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল, হারদী ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান ১ আব্দুস সাত্তার, হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক আইনাল হক, মুক্তিযোদ্দা আব্দুস সামাদ। আলমডাঙ্গা থানার এসআই মহাব্বত আলীর পরিচালনায় উপস্থিত ছিলেন হারদী ইউপি সচিব সোহবার হোসেন, মহিনুল ইসলাম, সাবেক ইউপি সদস্য সহিদুল হক, শামসুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক কামরুল ইসলাম সদু, ইউপি সদস্যবৃন্দসহ অত্র এলাকার কয়েকশ মহিলা পুরুষ।