ছিটমহল বিনিময় : কৃতিত্ব দাবি মমতার

 

মাথাভাঙ্গা মনিটর: বাংলাদেশ ও ভারতের মধ্যকার ছিটমহল বিনিময়ের কৃতিত্ব নিজের বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হালদিবাড়ি এলাকায় এক জনসভায় দেয়া ভাষণে এ দাবি করেন তিনি। একই সাথে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন মমতা। ভাষণে মমতা বলেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ছিটমহল বিনিময় শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস সরকার বাস্তবায়ন করেছে। এর আগে অনেক সরকারই স্থল সীমান্ত চুক্তির বাস্তবায়ন ও ছিটমহল নিয়ে অনেক কথা বলেছে। কিন্তু তার কোনো বাস্তবায়ন হয়নি। শেষ পর্যন্ত তার মা, মাটি ও মানুষের সরকারই এর বাস্তবায়ন করলো। তিস্তা নদীর ওপর একটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মমতা বলেন, বাংলাদেশ সফর শেষে তিনি ছিটমহলে যান এবং এরপরই তা হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়। ছিটমহল বিনিময়ের এ ঐতিহাসিক সাফল্যে আমরা গর্বিত। প্রসঙ্গত, গত ৩১ জুলাই মধ্যরাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময় সম্পন্ন হয়।