ছাত্রীকে যৌন হয়রানি : ইবি শিক্ষক বহিষ্কার

ছাত্রীকে যৌন হয়রানি : ইবি শিক্ষক বহিষ্কার

ইবি প্রতিনিধি: নিজ বিভাগের ছাত্রীর সাথে মোবাইলফোনে প্রেমালাপ ও তাকে অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শনিবার এ বহিষ্কারাদেশ দেয়া হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ। রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ জানান, গত ১০ এপ্রিল ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করে ওই বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের এক ছাত্রী। ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী বরাবর করা ওই লিখিত অভিযোগ আমলে নিয়ে শনিবার ভিসির একক ক্ষমতা বলে ওই শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়। একই সাথে বিষয়টি তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যৌন নির্যাতন সেলকে দায়িত্ব দেয়া হয়েছে। তবে অভিযুক্ত শিক্ষক অধ্যাপক মো. আসাদুজ্জামান  বলেন, কী কারণে এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে সেটি আমার বোধগম্য নয়। বহিষ্কারের বিষয়টি জানিয়ে ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী গঠিত যৌন নিপীড়ন সেলকে বিষয়টি তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।