চুয়াডাঙ্গা সরকারি কলেজের নবাগত অধ্যক্ষকে

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর মো. রহমত আলী বিশ্বাসের যোগদান উপলক্ষে গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় শিক্ষক পরিষদ মিলনায়তনে সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক অধ্যক্ষ প্রফেসর মোস্তফা কামাল, আদর্শ সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান, দর্শনা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শ্যামল কুমার সাহা ও শিক্ষক পরিষদের সম্পাদক মো. আব্দুল মতিন। কর্মচারীদের মধ্যে উপস্থিত ছিলেন- মোহাম্মদ সরোওয়ার হোসেন, মো. আনছার আলী, মো. আশরাফ, মো. আশিদুল ইসলাম, মো. আব্দুল ছাত্তার, মো. মতিয়ার রহমান, মো. একরামুল হক, মো. কাশেম আলী, মো. আলমগীর হোসেন, শ্রী অরবিন্দু হালদার, মো. সোহেল, মো. জাহাঙ্গীর আলম, সোনিয়া পারভীন, মো. আরিফুল ইসলাম সুজন, মো. আলাউদ্দিন, মো. মোমিন প্রমুখ।

নবাগত অধ্যক্ষ তার বক্তব্যে অবহেলিত এ জনপদের একমাত্র উচ্চ বিদ্যাপীঠে খেটে খাওয়া মানুষের সন্তান-সন্ততিরা যাতে উচ্চ শিক্ষা গ্রহণের অবাধ সুযোগ পায় সে জন্যে তিনি করণীয় সব কিছু করবেন বলে জানান।

উল্লেখ্য, তিনি এর আগে ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তিনি গত ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। গতকাল তাকে চুয়াডাঙ্গা সরকারি কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।