চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহে ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহের বিভিন্ন স্থানে ইফতার ও দোয়া মাহফিল গতকাল অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা প্রাইভেট ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল গতকাল অনুষ্ঠিত হয়। উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো. আজিজুল ইসলাম, বিএমএ সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক জোয়ার্দ্দার প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. লিফা নারছিছ চৈতি ও সাধারণ সম্পাদক আশাদুজ্জামান আশা।

ভ্রাম্যমাণ প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার কার্পাসডাঙ্গা অক্সর্ফোড প্রি-ক্যাডেট কিন্ডার গার্টেনের উদ্যোগে গতকাল মঙ্গলবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে এলাকার সুধীজন অংশগ্রহণ করেন। এসময় পবিত্র মাহে রমজানের ওপর আলোচনা করেন প্রতিষ্ঠানের পরিচালক বনী ইয়ামিন ও অধ্যক্ষ ইকবাল হোসেন।

জামজামি প্রতনিধি জানিয়েছেন, ঝিনাইদহ হরিণাকুণ্ডুর তাহেরহুদা ইউপি কমপ্লেক্স ভবনে গতকাল আল-কুরআন এডুকেশন সোসাইটির উদ্যোগে ‘বর্তমান প্রেক্ষাপটে রমজানের তাৎপর্য ও ইমামদের করণীয়’ শীর্ষক আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সভাপপতিত্ব করেন আল-কোরআন এডুকেশন সোসাইটির চেয়ারম্যান শেখ জহুরুল ইসলাম শাহীন। প্রধান অতিথি ছিলেন আল-কুরআন এডুকেশন সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক আলমডাঙ্গা হারদী এমএস জোহা বিশ্ববিদ্যালয় কলেজের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের চেয়াম্যান অধ্যাপক আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন তাহেরহুদা ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হক।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগর উপজেলা হাজি সমিতির সমিতির উদ্যোগে গতকাল মঙ্গলবার মৃত হাজিদের স্মরণে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে অতিথি ছিলেন উপজেলা হাজি সমিতির সভাপতি হাজি আবুল কাশেম, সম্পাদক হাজি আব্দুল হাকিম মোল্লা, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি হাজি মুন্সী ওমর ফারুক প্রিন্স। এসময় উপজেলার হাজি সমিতির নেতৃবৃন্দসহ অন্য হাজিরা সেখানে উপস্থিত ছিলেন।

সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ সাংবাদিক ইউনিটের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিটের সভাপতি ইলিয়াস হোসেন,পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের মণ্ডল,বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন,সরোজগঞ্জ বাজার কমিটির সভাপতি ও তেতুল শেখ কলেজের প্রতিষ্ঠাতা আব্দুল্লা শেখ,কুতুবপুর ইউপি সচিব হাফিজুর রহমান,বেগমপুর ইউপি সচিব আশাবুল হক মাসুদ,সাংবাদিক ইউনিটের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান,ক্যাশিয়ার আরিফুল ইসলাম লিন্টু,প্রচার সম্পাদক জিসান আহাম্মেদ রাজু, অর্থ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, কাতব আলী রাইহান উদ্দিন,আল হেলাল,আবুল কালাম আজাদ খোকন, আক্কাচ আলী প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাও. শান্তি রহমান।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় যুবদলের উদ্যোগে আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা যুবদল নেতা আমিনুল ইসলাম রশিদের উদ্যোগে উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রহমান মালিথা, সদস্য জাহাঙ্গীর আলম বাবলু, হাউলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তারিক মোহাম্মদ, বিএনপি নেতা আ. কাদের, ফরজ জোয়ার্দ্দার, উপজেলা যুবদল নেতা আনিছুজ্জামান আনিছ, আক্কাছ আলী, হাফিজ, জিয়া, ছাত্রনেতা দেলোয়ার, নাজমুল, টগর, সোহাগ প্রমুখ।