চুয়াডাঙ্গা পৌর এলাকার প্রধান সড়কসমূহে আধুনিক এলইডি সড়কবাতি স্থাপন কাজের উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকার প্রধান সড়কসমূহে আধুনিক এলইডি সড়কবাতি স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে পৌরসভা মোড়ে সুইচ টিপে এ কাজ যৌথভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ ও পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক চেয়ারম্যান অ্যাড আশরাফ আলী বিশ্বাস, জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস, পৌরসভার প্যানেল মেয়র-১ একরামুল হক মুক্তা, কাউন্সিলর মুন্সি রেজাউল করিম খোকন, জাহাঙ্গীর আলম, নাজমুস সালেহীন লিটন, আবুল হোসেন, শাহিনা আক্তার রুবি, চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সভাপতি হাজি আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, সাধারণ সম্পাদক  ইবরুল হাসান জোয়ার্দ্দার, এসকেএন জয়েন্ট ভেঞ্চার চূযাডাঙ্গার লিড পার্টনার নুরুজ্জামান, সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের যগলু, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান খোকন, অধ্যক্ষ সেলিম, সামাজিক প্রতিনিধি আক্তার হোসেন, আব্দুল খালেখ, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোহরাব হোসেন, অ্যাড. শফিউদ্দিন, জেলা যুবলীগের সাবেক সদস্য আব্দুর রাজ্জাক, অ্যাড. তসলিম উদ্দীন ফিরোজ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানিফ আহম্মেদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম পারভেজ সজল, যুগ্মসাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাফি, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জ্যাকি, সদর থানা যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান, সহসভাপতি জাহাঙ্গীর হোসেন পৌর ছাত্রলীগের দফতর সম্পাদক শেখ সামী তাপু, পৌরসভার সহকারী প্রকৌশলী  হাফিজুর রহমান কাওছার, টিকাদান সুপারভাইজার আলী হোসেন, পৌরসভার সড়কবাতি পরিদর্শক আনিছুর রহমান, বিদ্যুত লাইনম্যান জিয়াউর রহমান প্রমুখ। জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ পৌর মেয়র জিপু চৌধুরীকে চুয়াডাঙ্গা শহরে আরও এ ধরণের আধুনিক লাইট স্থাপনের আহ্বান জানান এবং সরকারের ভিসন-২০২১ বাস্তবায়িত করার লক্ষ্যে উন্নয়ন অব্যাহত রাখার জন্য পরামর্শ ও সার্বিক সহযোগিতায় আশ্বাস দেন।