চুয়াডাঙ্গা পৌরসভার ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

 

 

সরকার হঠাও আন্দোলনে প্রস্তুত হওয়ার আহ্বান

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভার ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন গতকাল অনুষ্ঠিত হয়। সম্মেলনে ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনোয়ার হোসেন আসানুর রহমানকে সাধারণ সম্পাদক ও ৯নং ওয়ার্ডের অ্যাড. আহসান উদ্দীনকে সভাপতি এবং এমএম শামীমকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট দুটি কমিটি গঠন করা হয়। সম্মেলন শেষে আয়োজিত ইফতার মাহফিলে ধস্তাধস্তি মারমারি হয়। এতে একজন আহত হন।

এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মনোয়ারে হোসেন জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা। বিশেষ অতিথি ছিলেন সদর থানা বিএনপির আহ্বায়ক অ্যাড. এমএম শাহজাহান মুকুল, যুগ্মআহ্বায়ক হাজি আব্দুল খালেক, পৌর বিএনপির আহ্বায়ক মুন্সি আওরঙ্গজেব বেল্টু, জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম মনি, জাহানারা পারভীন, আবু বক্কর সিদ্দিক আবু, থানা বিএনপির সদস্য মুন্সি আলাউদ্দীন, ইলিয়াস হোসেন, পৌর বিএনপির সদস্য রাফিতুল্লাহ মহলদার, শফিকুল ইসলাম পিটু, জেলা জাসাস সভাপতি শহিদুল হক বিশ্বাস, অ্যাড. আনছার আলী, অ্যাড. জালাল উদ্দীন প্রমুখ। আবুল কালাম আজাদের উপস্থাপিত সভায় বক্তব্য রাখেন সেলিম, মোস্তফা, যুবদল নেতা বাবু, মহিলাদল নেত্রী শেফালী খাতুন প্রমুখ। বক্তব্য দিতে গিয়ে প্রধান অতিথি বলেন, ভোটারবিহীন নির্বাচনে জালেম সরকারের ক্ষমতায় থাকার কোনো এখতিয়ার নেই। দেশনেত্রীর নেতৃত্বে ঈদের পর আন্দোলন জোরদার করতে হবে। সে লক্ষ্যে সকলকে প্রস্তুত থাকতে হবে।