চুয়াডাঙ্গা পৌরশাখার ৭নং ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন

 

স্বপন সভাপতি ওসমান গনি সাধারণ সম্পাদক

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর শাখার ৭নং ওয়ার্ড বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মাহমুদ কবির স্বপনকে সভাপতি, ওসমান গনিকে সাধারণ সম্পাদক ও বজলুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্টি কমিটি গঠন করা হয়।

এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে এমএ বারী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে চুয়াডাঙ্গা পৌর শাখার ৭নং ওয়ার্ডের বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের মাহমুদ কবির স্বপনের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি আহ্বায়ক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা, মজিবুল হক মালিক মজু, সদর থানা বিএনপির আহ্বায়ক অ্যাড. এমএম শাজাহান মুকুল, যুগ্মআহ্বায়ক হাজি আব্দুল খালেক, পৌর বিএনপির আহ্বায়ক মুন্সি আওরঙ্গজেব বেল্টু, যুগ্মআহ্বায়ক শরিফুল ইসলাম মণ্ডল, থানা আহ্বায়ক কমিটির সদস্য আলাউদ্দিন, ইলিয়াস হোসেন, পৌর আহ্বায়ক কমিটির সদস্য রাফাতুল্লাহ মহলদার, হাফিজুর রহমান, আবুল হোসেন,সফিকুল ইসলাম পিন্টু, আবুল কালাম আজাদ, আব্দুল গনি, আব্দুস সালাম, পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জেনারেল ইসলাম জোয়ার্দ্দার প্রমুখ। প্রধান অতিথি অহিদুল ইসলাম বিশ্বাস বলেন, শাষক দল আজ সমাঝোতা সৌহার্দ্য ও জাতীয় ঐক্যর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ঘৃণা বিদ্বেষ বিভাজন এবং প্রশ্নবিদ্ধ বিচারের নামে রক্ত পিপাসা মেটাতে মরিয়া হয়ে উঠেছে। জাতীয় স্বার্থ নিরাপত্তা মর্যাদা আজ ভুলন্টিত। জাতীয় মুক্তি ও সংস্কৃতি বিপন্ন। দেশের এ পরিস্থিতিতে দেশ বাঁচাতে দেশের মানুষকে বাঁচাতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে গণআন্দোলন গড়ে তুলে এই অবৈধ সরকারের পতন ঘটাতে হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক সোহেল আহম্মেদ মালিক সুজন।