চুয়াডাঙ্গা জেলা পরিষদে ১২ জন বিসিএস কর্মকর্তার প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা পরিষদের কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা লাভে ১২ জন প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হামিম হাসান পাওয়ার পয়েন্টের মাধ্যমে জেলা পরিষদের কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা তুলে ধরেন। এ সময় জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রমজান আলী উপস্থিত ছিলেন। বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পি ৫৯ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে মাঠ পর্যায়ের কার্যক্রম স্বচক্ষে দেখতে সরকারি ১২ জন বিসিএস কর্মকর্তা চুয়াডাঙ্গা জেলায় বর্তমানে সাত সপ্তাহের প্রশিক্ষণ নিচ্ছেন। ইতোমধ্যে তিন সপ্তাহ বিভিন্ন দপ্তরে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রশিক্ষণের অংশ হিসেবে জেলা পরিষদের কার্যক্রম সম্পর্কে জানতে এ আয়োজন করা হয়। প্রশিক্ষণে অংশ গ্রহণকারী কর্মকর্তারা হলেন- সহকারী পুলিশ সুপার মামুন আল ইসলাম, অডিট অ্যান্ড একাউন্টস সহকারী পরিচালক কাজী কাইয়ুম হোসেন, কাস্টমস সহকারী কমিশনার শায়েখ আরেফিন জাহেদী, সহকারী পুলিশ কমিশনার ইমরান জাকারিয়া, সহকারী কর কমিশনার মামুন মিয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হামিদ রেজা, গণপূর্ত সহকারী প্রকৌশলী মহিউদ্দিন জাহাঙ্গীর, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অ.ন.ম. আবুজর গিফারী, আনসার সহকারী পরিচালক সাজ্জাদ মাহমুদ , প্রাণিসম্পদের ভেটেরিনারি সার্জন আব্দুল্লা হিল কাফি ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ওসমান গণি। প্রশিক্ষণে প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু বলেন, বর্তমান সরকারের গৃহীত বাস্তবমুখি পদক্ষেপ যেভাবে এগিয়ে চলেছে তা সরকারের একার পক্ষে বাস্তবায়ন সম্ভব নয়। আপনাদের মতো সরকারি কর্মকর্তারা দেশের উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখলে সরকার যে উন্নয়নের পথে চলেছে তা বাস্তবায়ন সহজ হবে। তাছাড়া সরকার যে মধ্যম আয়ের দেশের স্বপ্ন দেখছে তা ২০২১ সালের আগেই বাস্তবায়ন সম্ভব হবে। প্রশিক্ষণ শেষে জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা প্রশিক্ষণার্থীদের সাথে প্রীতিভোজে অংশগ্রহণ করেন।