চুয়াডাঙ্গা জেলা পরিষদের ১৫ নং ওয়ার্ডের সদস্য পদে ছট্টু বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত

 

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা জেলা পরিষদের স্থগিত ১৫ নং ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সেলিম রেজা তার প্রার্থিতা প্রত্যাহার করায় আওয়ামী লীগ ঘরনার মাহবুবুর রহমান ছট্টু বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার তাকে বিজয়ী ঘোষণা করা হয়। সদস্য পদে নির্বাচিত হওয়ার পর মাহবুবুর রহমান ছট্টু এমপি হাজি আলী আজগার টগরসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে সাক্ষাত করে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

জীবননগর উপজেলার উথলী, মনোহরপুর ও কেডিকে ইউনিয়নের সীমানা জটিলতার কারণে চুয়াডাঙ্গা জেলা পরিষদের ১৫ নং এ ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন স্থগিত ছিলো। নির্বাচনে বিএনপি নেতা সন্তোষপুরের সেলিম রেজা মেম্বার ও ঢাকার ব্যবসায়ী খয়েরহুদা গ্রামের সন্তান আওয়ামী লীগ ঘরনার মাহবুবুর রহমান ছট্টু মনোনয়নপত্র উত্তোলন করেণ। মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সেলিম রেজা তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়াতে মাহবুবুর রহমান ছট্ট এ পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর গতকালই তিনি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের দর্শনাস্থ বাসভবনে যান এবং তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম ও উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন খান প্রমুখ।