চুয়াডাঙ্গা গড়াইটুপি বাজারের বিকাশ এজেন্ট বিপ্লবের বিরুদ্ধে উপবৃত্তির টাকা অতিরিক্ত নেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের গড়াইটুপি বাজারের বিকাশ এজেন্ট মালিক বিপ্লব স্টোরের স্বত্বাধিকারী বিপ্লবের বিরুদ্ধে শিওর ক্যাশে শিক্ষার্থীদের টাকা দেয়ার সময় অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ উঠেছে।
সরকার শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা দেয়ার জন্য আগেভাগেই মোবাইল সিমের মাধ্যমে শিওর ক্যাশ অ্যাকাউন্ট করিয়েছে। গতকাল মঙ্গলবার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টাকা দেয়া হয় মোবাইল সিম অ্যাকাউন্টের মাধ্যমে। অভিয়োগ উঠেছে, গড়াইটুপি বাজারের মোবাইল ব্যাংকিং মালিক বিপ্লব স্টোরের স্বত্বাধিকারী বিপ্লব হোসেন শিক্ষার্থীদের নিকট থেকে টাকা পরিশোধের সময় খরচ বাবদ ১০-১৫ টাকা হারে অতিরিক্ত নিচ্ছেন। যেটা সম্পূর্ণ বেআইনি। কারণ লেনদেনের খরচ সংস্থা থেকে পরিশোধ করা আছে। এ ব্যাপারে বিপ্লব হোসেন তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কারো কাছ থেকে অতিরিক্ত টাকা নিইনি।