চুয়াডাঙ্গা ও মেহেরপুর বিএনপি এবং ছাত্রদলের বিক্ষোভ মিছিল : সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা

সরকারের দ্বিমুখি আচরণ : একদিকে আলোচনার প্রস্তাব অন্যদিকে লেলিয়ে দিচ্ছে পুলিশ

 

মাথাভাঙ্গা ডেস্ক:  চুয়াডাঙ্গা ও মেহেরপুর বিএনপি এবং ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ভাঙচুর ও গাড়িবহর থেকে ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাহ উদ্দীন টুকুকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয় গিয়ে সমাবেশ করে। চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফ-উর-জামান সিজারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সহসভাপতি এম জেনারেল ইসলাম। জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য এম এ তালহার উপস্থাপনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক জাহিদ মো. রাজীব খান, জেডএম তৌফিক খান, সোহেল আহম্মেদ মালিক সুজন, ও মোমিনুর রহমান মোমিন। এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবুল হক মজু, জেলা যুবদলের আহ্বায়ক মোকাররম হোসেন, সাবেক ছাত্রনেতা আশরাফ বিশ্বাস মিল্টু। সমাবেশে বক্তারা বলেন, সরকারের দ্বিমুখি আচরণ,  একদিকে আলোচনার প্রস্তাব অন্যদিকে লেলিয়ে দিচ্ছে পুলিশ।  সরকার একদিকে আলোচনার কথা বলছেন অন্যদিকে প্রশাসনকে নগ্ন দলীয়ভাবে ব্যবহার করছে। বর্তমান সরকার মেয়াদের শেষ প্রান্তে দাঁড়িয়েও যে প্রতিহিংসা পরায়ণ আচরণ করছে। তা কোনো সভ্য সমাজ বা কোনো গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় নজীরবিহীন। সমাবেশে জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা, দর্শনা ও জীবননগর থেকে বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

এদিকে এর প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের একাংশ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বেলা ১১টার দিকে কোর্টমোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কোর্টমোড়ে এসে সমাবেশের আয়োজন করে। জেলা ছাত্রনেতা সাইফুল ইসলাম সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক শাহাজাহান খান। সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মাসুদুল হক মাসুদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সভাপতি ইমরান মহলদার রিন্টু, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান, জেলা তরুণদলের আহ্বায়ক মাবুদ সরকার, যুগ্মআহ্বায়ক সাইদুর রহমান প্রমুখ। বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির একাংশের সহসভাপতি অ্যাড. এমএম শাহজাহান মুকুল, যুগ্মসাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, দপ্তর সম্পাদক আবু আলা সামসুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজি আব্দুল মান্নান, প্রমুখ। সন্ধ্যা ৭টার দিকে জেলা ছাত্রদলের একাংশ জরুরিসভার আয়োজন করে। সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের যুগ্মসম্পাদক শাহাজাহান খান।

এদিকে চুয়াডাঙ্গা জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম সমর্থিত ছাত্রদল বিক্ষোভ সমাবেশ করেছে। জাহাঙ্গীর আলমের ব্যবস্থপনায় কোর্টমোড়স্থ অস্থায়ী কার্যালয়ে বেলা ৪টার দিকে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পলিটেকিনক ইনস্টিটিউট শাখার ছাত্রনেতা মনিরুল অন্তর। প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলার ধামরাই থানা ছাত্রদলের সহসভাপতি নিছা ইয়াসমিন বর্ষা। বিশেষ অতিথি ছিলেন সরকারি কলেজ শাখা ছাত্রনেতা শামীম, সোহেল, পৌর কলেজ শাখার ছাত্রনেতা সাব্বির, আখাম, অদুদ শাহ কলেজ শাখার ছাত্রনেতা তানজিল আলম খান সারুক। উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক, আতিক, ইমরান, মাহিন, আশিক, রিংকু, আকলাব, রাজু, ইলিয়াস, আকবর, আকাশ, মিলন, টিপু, ইউনুচ, প্রমুখ। বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য সদস্য হাবিবুর রহমান হবি, জেলা বিএনপির সহসভাপতি আইনুর হক পচা, আরশেদ আলী কালু, জেলা মৎস্যজীবীদলের সভাপতি আবু বক্কর সিদ্দিক বকুল, সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম ওহিদ প্রমুখ।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, ২৫ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশের ওপর সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে গতকাল বুধবার মেহেরপুর বিএনপি মুজিবনগর কমপ্লেক্স এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিকেল ৪টায় মুজিবনগর কমপ্লেক্সে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মেহেরপুর-১ আসনের সাবেক এমপি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন বলেন, বেগম খালেদা জিয়া দেশের রাজনৈতিক সঙ্কট নিরসনে জাতির কাছে যে সময় উপযোগী রুপরেখা দিয়েছেন। ঠিক সেই মুহূর্তে সরকার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে। সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। বিএনপির নেতা-কর্মীদের ওপর হয়রানি ও গ্রেফতার অভিযান চলছে। বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মারুফ আহমেদ বিজন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু ওবাইদুল্লাহ সেন্টু, জেলা বিজেপির আহ্বায়ক শেখ সাঈদ আহম্মেদ প্রমুখ।

অন্যদিকে মেহেরপুর ছাত্রদলের উদ্যোগে গতকাল বুধবার বিকেল ৩ টায় মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নেতৃত্ব দেন ছাত্রনেতা সোহেল হোসেন ও আহমেদ রাজিব খান। পরে কেদারগঞ্জ বাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মেহেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সোহেল হোসেন। বক্তব্য রাখেন মেহেরপুর পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক আহমেদ রাজিব খান, মুজিবনগর থানা ছাত্রদলের সভাপতি সোহরাব হোসেন, ছাত্রনেতা সোহানুর রহমান সোহাগ প্রমুখ।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, কেন্দ্রীয় কর্মসূচি পালন ও বিএনপি নেতা বামন্দী ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়ালের বাড়িতে পুলিশি তল্লাশির প্রতিবাদে মেহেরপুর গাংনী উপজেলার বামন্দী বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে বামন্দী বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপস্থিত ছিলেন গাংনী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, ছাত্রদল নেতা চপল বিশ্বাস, সাহিবুল ইসলাম, বামন্দী ইউনিয়ন ছাত্রদল সভাপতি বাশিদুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক আলা উদ্দীন কবির বেল্টু, ছাত্রদল নেতা হাসের ও রুবেল প্রমুখ।

এদিকে ঘটনার প্রতিবাদে গতকাল উপজেলা পরিষদের মাসিক সভা বর্জন করেছেন বিএনপি-জামায়াত সমর্থিত চেয়ারম্যানবৃন্দ। এ তথ্য জানিয়ে খুলনা বিভাগীয় ইউপি চেয়ারম্যান সমিতির সাংগঠনিক সম্পাদক গাংনীর সাহারবাটি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বুধবার ভোরে বিপুল সংখ্যাক পুলিশ আব্দুল আওয়ালের বামন্দী বাজারস্থ বাসভবনে তল্লাশি অভিযান চালায়। তবে এ সময় তিনি বাসায় ছিলেন না বলে পারিবারিকসূত্রে জানা গেছে। অভিযানের বিষয়ে জানতে চাইলে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম জানিয়েছেন, তল্লাশি অভিযান চালানো হয়নি। তার কাছে কাজ ছিলো বিধায় পুলিশ গিয়েছিলো।

মেহেরপুর অফিস জানিয়েছে, গতকাল বুধবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া বিএনপির উদ্যোগে কুলবাড়িয়া বাজারে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে পথসভার আয়োজন করা হয়। বিএনপি নেতা আলমগীর হোসেনের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক আনছার-উল হক। বক্তব্য রাখেন বিএনপি নেতা অ্যাড. মোখলেছুর রহমান স্বপন, জেলা যুবদলের যুগ্মআহবায়ক ফয়েজ মোহাম্মদ প্রমুখ।