চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জাতীয় শোকদিবসের প্রস্তুতিসভা

 

মাথাভাঙ্গা ডেস্ক: আর একদিন পরই ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। এ দিবস পালনের লক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অংগ সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটিগুলো ব্যপক প্রস্তুতি নিয়েছে। এরই অংশ হিসেবে অব্যাহত রয়েছে বিভিন্ন স্থানে প্রস্তুতিসভা। গতকালও আলমডাঙ্গার জেহালা ইউনিয়ন আওয়ামী লীগ, দামুড়হুদায় উপজেলা যুবলীগ, দর্শনা পৌর আ.লীগ, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগ, কুড়ুলগাছি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও মেহেরপুর জেলা যুব মহিলা লীগ প্রস্তুতিসভার আয়োজন করে বলে খবর পাওয়া গেছে।

মুন্সিগঞ্জ প্রতিনিধি  জানিয়েছেন, আলমডাঙ্গার জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের ব্যনারে উদ্যেগে কর্মি সভা ও১৫ আগস্ট শোক দিবসের প্রস্তুতি সভা গতকাল শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জ একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন, হাসানুজ্জামান হান্নান, মতিয়ার রহমান সহ আওয়ামী লীগ নেতা ফজলুল হক, মজিবার রহমান লাড্ডু, সালাউদ্দিন, লুত্ফর রহমান প্রমুখ।

দর্শনা অফিস জানিয়েছে, আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস। দিবসটি যথাযথ মর্যাদার সাথে পালনের লক্ষ্যে দর্শনা পৌর আ.লীগের পক্ষ থেকে করা হয়েছে প্রস্তুতিমূলকসভা। গতকাল শুক্রবার বিকালে পৌর আ.লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম। আলোচনা করেন, দর্শনা পৌর মেয়র, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, চুয়াডাঙ্গা জেলা আ.লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, আ.লীগ নেতা আলী মুনসুর বাবু, গোলাম ফারুক আরিফ, পৌর আ.লীগের সাবেক সভাপতি হাজি জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, হাজি ফজলুল করিম, এরশাদ আলী মাস্টার, মোমিনুল ইসলাম, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লী আকবর, পৌর প্যালেন মেয়র রবিউল হক সুমন, কাউন্সিলর আম্বিয়া খাতুন ফুট্টরি, মোয়াজ্জেম হোসেন, শফিকুল আলম, আব্দুল জব্বার, সুধির কুমার শান্তারা, সিরাজুল ইসলাম জয়নাল আবেদীন, যুবলীগ নেতা আব্দুল হান্নান ছোট, আজিজুর রহমান বাবু, আব্দুস সালাম ভুট্রো, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি, নাহিদ পারভেজ, তোফাজ্জেল হোসেন তপু প্রমুখ।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোকদিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে দামুড়হুদায় উপজেলা যুবলীগের উদ্যোগে প্রস্তুতিসভা অনষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের সামনে দামুড়হুদা উপজেলা যুবলীগের আহ্বায়ক শফিউল কবির ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ইমতিয়াজ হোসেন, আ.লীগ নেতা আব্দুর রাজ্জাক, নূরআলম লাভলু, জনাব আলী, বজলু, আশরাফ, উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক আব্দুল হান্নান ছোট, সেলিম উদ্দিন বগা, মনির হোসেন, হাসান মেম্বার, মুনসুর মেম্বার, সাঈদ মেম্বার, মাবুদ মেম্বার, বড় শাহিন, ছোট শাহিন, রকিবুল, মালেক, ফজু, ওসমান, আনিস, রানা, হালিম, কামাল, জালাল, ইকরামুল, মোসা, সেলিম, সোহাগ, জমাত, মিল্টন, জামিরুল, জনি, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু, চুয়াডাঙ্গা কলেজ ছাত্রলীগের দফতর সম্পাদক হাতেম আলী, ছাত্রলীগ নেতা রাসেল, রায়হান, আকরামুল, সবুজ, ইয়াসিন, ইমরান, সোহাগ, মেহেদি, একরামুল, পিন্টু, বাদশা প্রমুখ। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন যুবলীগের ফজলুর রহমান ফজু। সভায় ১৫ আগস্ট সকালে দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজ চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, বেলা ১১টায় শোকৱ্যালি এবং ৱ্যালি শেষে মিলাদ মাহফিল ও কাঙালিভোজ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে দামুড়হুদা উপজেলা যুবলীগের আহ্বায়ক শফিউল কবির ইউসুফকে আহ্বায়ক এবং হযরত আলী, সেলিম উদ্দিন বগাকে যুগ্মআহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা হযরত আলী।

ভ্রাম্যমাণ সংবাদদাতা জানিয়েছেন, দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে কার্পাসডাঙ্গা ব্রিজমোড়ে দলীয় কার্যালয়ে ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি শওকত আলী তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সদস্য চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্র,  ইউনিয়ন আ.লীগের সস্পাদক নজির আহম্মেদ, শিক্ষক আলাউদ্দীন, রবিউল হোসেন শুকলাল আ.লীগ নেতা আব্দুল কাদের বিশ্বাস, শওকত আলী,  লুৎফর রহমান,  লিয়াকত আলী, আব্দুল জলিল, মিন্টু বিশ্বাস, মোজাম্মেল হক,  গোলাম রসুল, ইউপি সদস্য আব্দুল হাকিম, মনির বিশ্বাস, আব্দুর রাজ্জাক, মনিরুজ্জামান মন্টু, সমির আলী, যুবলীগ নেতা আব্দুস সালাম বিশ্বাস, সহিদুল সর্দ্দার, সাবেক জিএস আব্দুল হামিদ, সাইফুল ইসলাম, জাহিদুর রহমান মুকুল,  সহিদুল হোসেন, লাভলু, হান্নান, শুকুর আলী, মিলন, রফিকুল ইসলাম এপি, বিল্লাল, বকুল ছাত্রলীগ নেতা কামারুজ্জামান রানা, সানাউল কবির শিরিন, শোভন, শেখ শাহিন, সানোয়ার, জাফর, সাদি, সাজ্জাদ, তুহিন প্রমুখ।

কুড়ুলগাছি প্রতিনিধি জানিয়েছেন, জাতীয় শোক দিবস উপলক্ষে কুড়ুলগাছি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সদাবরী মাধ্যমিক বিদ্যলয়ে অনুষ্ঠিত প্রস্তুতিসভায় সভাপতিত্ব করেন কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সরোয়ার হোসেন। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মেম্বার আব্দুর রব, মোস্তাফা কামাল, নাজমুল হোসেন, ইয়াকুব, আবু হাসেম, যুবলীগ নেতা কবির হোসেন, আরিফ, মনি প্রমুখ।

মেহেরপুর অফিস জানিয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিসভা করেছে জেলা যুব মহিলা লীগ। গতকাল শুক্রবার বিকেলে শহরের বোসপাড়ায় সংসদ সদস্যের বাসভবনে এ সভার আয়োজন করা হয়। সভাপত্বি করেন জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাশিরা পলি। বক্তব্য রাখেন সংসদ সদস্য পত্নী সৈয়দা মোনালিসা ইসলাম, যুব মহিলা লীগের সিনিয়র উপদেষ্টা জাতীয় মহিলা সংস্থার সভাপতি শামীম আরা হীরা, জেলা যুগ্ম সম্পাদক নারগিস আরা, সদর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী লতিফুন নেছা লতা ,শহর যুব মহিলা লীগের সভানেত্রী রোকসানা কামাল রুনু, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী তকলিমা খাতুন ও সাধারণ সম্পাদক তহমিনা খাতুন। উপস্থিত ছিলেন জেলা সংস্কৃতিক সম্পাদক লিপিকা দে, বুড়িপোতা ইউনিয়ন যুব মহিলা লীগের সভানেত্রী ওর্জনা খাতুন, কুতুবপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সভানেত্রী হানুফা খাতুন, দারিয়াপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সভানেত্রী শেফালী খাতুনসহ যুব মহিলা লীগের নেত্রীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুত শোভা মণ্ডল।