চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্নস্থানে ইফতার মাহফিল অনুষ্ঠিত : কায়েতপাড়ার অনুষ্ঠানে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি

আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এলে মানুষের উন্নয়ন হয় : দেশ এগিয়ে যায়

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্নস্থানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিভিন্ন রাজনৈতিক ও সংগঠনের পক্ষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের আয়োজনে আলমডাঙ্গার কায়েতপাড়া স্কুলমাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। অপরদিকে চুয়াডাঙ্গা জেলা পরিষদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর এমপি। এছাড়াও বিভিন্ন স্থানে বিভিন্ন রাজনৈতিক ও ব্যক্তি উদ্যোগে ইফতার অনুষ্ঠিত হয়েছে। জামজামি প্রতিনিধি জানিয়েছেন,

আওয়ামী লীগ যখনি রাষ্ট্র ক্ষমতায় আসে তখন দেশের মানুষের উন্নয়ন হয়, দেশ এগিয়ে যায়। দেশের মানুষ অর্থনৈতিক নিরাপত্তা অর্জিত- আয় উপার্জন বেড়ে যায়। দেশবাসী এলাকার সব উন্নয়নই চোখে দেখতে পায়। আ.লীগে থেকে একদিন আমরা মুক্তিযুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছি। স্বাধীনতার সুফল এখন সকলে মিলে ভোগ করছি। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল রাস্ট্রে পরিণত হয়েছে। আর সব সম্ভব হয়েছে দেশনেত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্ব ও রাজনৈতিক দূরদর্শিতায় দেশ পরিচালনার করেন। আলমডাঙ্গার রামদিয়া হাইস্কুল মাঠে গতকাল বুধবার চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের দোয়া ও ইফতার মমাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন,  চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়াদ্দার ছেলুন। চুয়াডাঙ্গা জেলা আ.লীগ আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জামজামি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিদার আলী মালিতা।

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু, উপপ্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলি মাস্টার, জামজামি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, খাসকররা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু, জেলা শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রশিদ, যুবলীগ নেতা হাফিজুর রহমান হাপু, জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাড. বেলাল আহমেদ, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম,  আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আহসান মৃধা, উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা শহিদুল ইসলাম। খাসকররা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন মাস্টারের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন জামজামি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাহাব উদ্দিন, খাসকররা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল গণি মল্লিক, সাবেক সাধারণ সম্পাদক এইচএম মোয়াজ্জেম হোসেন, খাসকররা ইউনিয়ন যুবলীগ সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ। ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন। জেলা যুবলীগ নেতা হাফিজুর রহমান হাপু।

এদিকে চুয়াডাঙ্গায় জেলা পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার জেলা পরিষদ ভবনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন কোর্ট জামে মসজিদের পেশ ইমাম রুহুল আমিন। ইফতার মাহফিলে জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন ও সচিব ড. লুৎফর রহমান এসময় অতিথিদের স্বাগত জানান। ইফতার মাহফিলে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলী আজগার টগর এমপি, জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. এবিএম মাহমুদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল মোমেন,  সিভিল সার্জন ডা. রওশন আরা বেগম, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাক, ডিডিএলজি আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) জসিম উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলী আহমেদ, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম, জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস, অধ্যাপক সিদ্দিকুর রহমান, অধ্যাপক এসএম ইস্রাফিল, জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম সাহান ও মাফলাকাতুর রহমান সাজুসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, আইনজীবী, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

দর্শনা অফিস জানিয়েছে, দর্শনা শ্যামপুর মোয়াজ্জেম হোসেন হাফিজিয়া মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি মাহবুব উল ইসলাম খোকন। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান, আবদুল কাদের, আবদুল হান্নান ছোট, রফিকুল ইসলাম, মওলা বক্স, সাবু তরফদার, বিল্লাল হোসেন, তরিকুল ইসলাম ও শাহবুদ্দিন মুক্তি। দোয়া পরিচালনা করেন কারি ফরিদ উদ্দিন। উপস্থাপনা করেন হাফেজ জুনায়েদ হোসেন।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সূধীবৃন্দদের সম্মানে ব্র্যাক জীবননগর অফিস গতকাল বুধবার ইফতার পার্টির আয়োজন করে। ইফতার পার্টিতে উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ্, উপজেলা সমবায় অফিসার আফাজ উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির, সাধারণ সম্পাদক এমআর বাবু, পৌর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ইকতিয়ার উদ্দিন, ব্র্যাকের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, এলাকা ব্যস্থাপক (দাবি) নিতেম চন্দ্র দাস, এলাকা ব্যাবস্থাপক (প্রগতি) বিশ্বজিৎ মণ্ডল, উপজেলা হিসাব ব্যবস্থাপক অপূর্ব বিশ্বাস, শাখা ব্যবস্থাপক (দাবি) সঞ্জয় দেবনাথ, শাখা ব্যবস্থাপক (এসসিডিপি) শাহাজান মোল্লা, রুনুননবী, বিপ্লব, জসিম, শিমুল, মেহেদী, নূর আলম, সাজিবুল, প্রশান্ত ও অসীম প্রমুখ অংশগ্রহণ করেন।

অপরদিকে শহরের মুন্সী মার্কেটে অবস্থিত কীটনাশক কোম্পানি ইনতেফার পরিবেশক মেসার্স বাবুল এন্টারপ্রাইজ ব্যবসায়ী ও সূধীবৃন্দ সম্মানে ইফতার পার্টির আয়োজন করে। ইফতার পার্টিতে বাবুল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবু সাঈদ বাবুল, ইনতেফার টেরিটোরি অফিসার জাহিদুল ইসলাম, মুন্সী মোহাম্মদ আলী সান্টু, শুকুর আলী, কামাল উদ্দিন প্রমুখ অংশগ্রহণ করেন।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের মুজিবনগরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব হাবিবুর রহমানের উদ্যোগে আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় মোনাখালী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুল। প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়া উদ্দীন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন মোনাখালী ইউপি আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রফা, দফতর সম্পাদক জিয়াউল হক, কৃষি বিষয়ক সম্পাদক আকবর আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মতিউর রহমান মতিন ও  যুগ্মআহ্বায়ক কাশেদ আলীসহ স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এদিকে দারিয়াপুর লিচুতলায় জাহিদ হাসান রাজিবের উদ্যোগে আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় লিচুতলা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য আজিমুল বারী মুকুল। প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাচ আলী, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৈফিকুল বারী বকুল, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাদু প্রমুখ।

মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন, গতকাল বুধবার মহেশপুর রয়েল প্লাজার ৩য় তলায় ন্যাশনাল লাইফ ইনসুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মহেশপুর জেলা কার্যালয়ের আরআই বাবলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া এরিয়া ইনচার্জ ডিএআই নজরুল ইসলাম শরিফ। অন্যান্যের মধ্যে চুয়াডাঙ্গা এআরআই ফারুক আহম্মেদ, রফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, ফজলুর রহমান, সাজ্জাদ হোসেন, লিটন হোসেনসহ প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীগণ। এছাড়া বিভিন্ন দফতরের প্রতিনিধি, সূধিজন ও এলাকাবাসী ইফতার মহাফিলে অংশগ্রহণ করেন।