চুয়াডাঙ্গা আলমডাঙ্গা দামুড়হুদায় বিএনপির বিক্ষোভ মিছিল : ঝিনাইদহের মিছিলে পুলিশি বাধা

 

দু দিনের বিরতির পর আজ ফের অবরোধ : সোমবার থেকে স্থগিত

স্টাফ রিপোর্টার: দু দিন স্থগিত থাকার পর আজ রোববার ভোর থেকে সারাদেশে আবারও শুরু হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচি। আজ ভোর ৬টা থেকে পরদিন সোমবার ভোর ৬টা পর্যন্ত এ অবরোধ চলবে। সোমবার থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ১৮ দলের অবরোধসহ সকল কর্মসূচি স্থগিত করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন,  ১৮ দলীয় জোটের ডাকা রোববার ভোর ৬ টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার সর্বাত্মক অবরোধ পালিত হবে। তবে সোমবার সকাল থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ১৮ দলের অবরোধসহ সকল কর্মসূচি স্থগিত থাকবে। পরবর্তীতে আবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। জনগণের বিজয় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।  গতকাল বিএনপি বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন। চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, দামুড়হুদা ও ঝিনাইদহসহ দেশের অধিকাংশ স্থানে বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা। গতকার সন্ধ্যা ৭টার দিকে জেলা পরিষদের ডাকবাংলোর সামনে টায়ারে আগুন জ্বালানো হয়। কিছুক্ষণের মাথায় আত্মবিশ্বাসর অদূরে কদমতলায় পেট্রোল ও পাউডার ছিটিয়ে আগুন দিয়ে অবরোধকারীরা তাদের অবস্থান জানান দেয়।

দশম জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পরদিন ২৬ নভেম্বর থেকে কিছু সময় বিরতি দিয়ে অবরোধ কর্মসূচি পালন করলেও ১ জানুয়ারি থেকে লাগাতার রেলপথ, নৌপথ ও সড়কপথ অবরোধের ডাক দেয় জোটটি। কিন্তু ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর ওই নির্বাচনের ফল বাতিল, নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ এবং নির্দলীয় সরকারের দাবিতে একই কর্মসূচি অব্যাহত রাখে তারা।

৫ জানুয়ারির ভোটার বিহীন নির্বাচন বাতিল, নতুন তফশিল ঘোষণা, নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ গতকাল অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহসভাপতি এম জেনারেল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. শামীম রেজা ডালিম, সাধারণ সম্পাদক আবু জাফর মন্টু, পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মজিবুল হক মালিক মজু, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম লিটন, সদর উপজেলা বিএনপির সহসভাপতি মনিরুজ্জামান মনি, জেলা আইনজীবী ফোরামের নেতা অ্যাড. বদিউজ্জামান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা যুবদল নেতা আশরাফ বিশ্বাস মিল্টু, মোখলেছুজ্জামান মোখলেছ, তৌফিকুজ্জামান তৌফিক, শফিকুল ইসলাম পিন্টু, মামুন রেজা সবুজ, আরিফুজ্জামান পিন্টু, জেলা ওলামাদলের সভাপতি ফজলুর রহমান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি সুশীল কুমার দাস, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ তালহা, যুগ্ম আহ্বায়ক মুঞ্জুরুল জাহিদ, রাজিব খান প্রমুখ।

অন্যদিকে বিএনপির একাংশের বিক্ষোভ মিছিল বেলা ১১টায় চুয়াডাঙ্গা কোর্টমোড় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্টমোড়ে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১৮ দলীয় জোটের আহ্বায়ক অ্যাড. এমএম শাহজাহান মুকুল। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রউফুন নাহার রীনার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহমুদুল হক পল্টু, দপ্তর সম্পাদক আবু আলা সামসুজ্জামান, জেলা জামায়াতের শুরা সদস্য অ্যাড. আসাদুজ্জামান, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাড. হেদায়েত হোসেন আসলাম, জেলা যুবদলের সদস্যসচিব সাইফুর রশিদ ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আব্দুল মান্নান, সদর উপজেলা জামায়াতের আমির আব্দুর রউফ মিয়া, পৌর জামায়াতের আমির মফিজুর রহমান জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক অ্যাড. মাসুদ পারভেজ রাসেল প্রমুখ।

আলমডাঙ্গা ব্যরো জানিয়েছে, গতকাল শনিবার বিকেলে বিক্ষোভ সমাবেশে হাজার হাজার মানুষ সমবেত হয়ে আলমডাঙ্গার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলিফ উদ্দিন মোড়ের সামনে সমাবেশ করেছে। সভাপতিত্ব করেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি  ইসরাফ হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল কাওনাইন টিলু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির নূর মোহাম্মদ টিপু, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর জব্বার, পৌর বিএনপির সম্পাদক আজিজুর রহমান পিন্টু, কেন্দ্রীয় যুবদলের সদস্য উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল হক ডাবু, ডা. আলা উদ্দিন, দারুস-সালাম চেয়ারম্যান ও বিল্লাল হোসেন। সমাবেশে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোযার হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন রেজাউর রহমান রেজু চেয়ারম্যান, রেজাউল করীম, হাজি ইফতেখারুজ্জামান খান, আজিবার রহমান, মহিনুল ইসলাম, আমজাদ হোসেন, আব্দুল লতিফ তোতা, সুবভাস মিয়া, ডা. আব্দুল লতিফ, বিল্লাল হোসেন, আক্তার হোসেন, সন্টু মিয়াহান্নান, জমির ইদ্দন, হামজান মালিথা, মফিজ উদ্দীন, রেজাউর হক, একরামুল হক বুলু, শওকত খান, আব্দুস কুদ্দুস, মামুন রেজা, বোরহান উদ্দিন, ওহাব মাস্টারসহ ইউনিয়ন বিএনপির সভাপতি, সম্পাদক ও জামায়াতে ইসলামীর ইউনিয়ন সভাপতি, সহসম্পাদক ও নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় বিএনপির উদ্যোগে অবৈধ নির্বাচন বাতিল ও কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের যুগ্মআহ্বায়ক মোকররম হোসেন, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী শাহ মিন্টু, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান মালিথা ও নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান টুনু। দামুড়হুদা উপজেলা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান মিল্টনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওয়াহেদ, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মেম্বার, নতিপোতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক মেম্বার, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল্লাহ, বিএনপি নেতা শামসুল মেম্বার, রকিবুল ইসলাম, আলম, ইসমাইল, রশিদ, জামালমোল্লা, বিশা, দলু, নুরুচাচা, উপজেলা যুবদল নেতা একরামুল মেম্বার, সাইদ বিশ্বাস, সাইদুর রহমান লিপু, মতিন, আনোয়ার, কবির, জাহাঙ্গীর, তোতাম, শামসুল, টিটন, উপজেলা ছাত্রদল নেতা আরিফুল ইসলাম আরিফ, তাজ আলম, সবুজ, সেলিম, জনি, জসিম, শওকত, অনিক, তিতুয়ার, আলিম, রুবেল, জুয়েল, জনি, শহিদ, ডিউক, তারিক, হাফিজ, রাশিক, সাগর, সন্টু, তানজির, মিরাজ, শুভ, জুলফিক্কার প্রমুখ। সভায় বক্তারা বিএনপির কেন্দ্রীয় নেতাদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে বর্তমান সরকারের প্রতি কঠোর হুঁসিয়ারি উচ্চারণ করে বলেন, প্রহসনের নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনরোষের হাত থেকে বাঁচুন। নইলে জনগণ আপনাদের ছাড়বে না।

ঝিনাইদহ অফিস জানিয়েছে, পুলিশি বাধায় ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড হয়ে গেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার দুপুরে শহরের শেরেবাংলা সড়ক থেকে জেলা বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। পরে সেখানেই সমাবেশ করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মসিউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা দশম জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানান। এদিকে জেলার শৈলকুপা ও হরিণাকুণ্ডু উপজেলা থেকে বিএনপির ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।