চুয়াডাঙ্গায় ৬ টাকার গোল্ডলিফ সিগারেট ৮ টাকা : লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

 

 

দামুড়হুদা প্রতিনিধি:চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা শহরের অধিকাংশ দোকানেই মিলছেনা গোল্ডলিফ সিগারেট। দু-একটি দোকানে যদিও কিছু পাওয়া যাচ্ছে দাম নেয়া হচ্ছে ৮ টাকা। ফলে গোল্ডলিফ ধুমপায়ীরা পড়েছেন মহাবিপাকে। এ সুযোগে কয়েক অসাধু সিগারেট ব্যবসায়ী গোল্ডলিফের পরিবর্তে ২ টাকার গুডলিফ (একই ধরনের প্যাকেট) সিগারেট ৮ টাকায় বিক্রি করছে বলেও অভিযোগ উঠেছে। এক ক্রেতা বিষয়টি ধরে ফেলায় এক অসাধু সিগারেট ব্যবসায়ী চুপি চুপি ক্ষমা চেয়ে এ যাত্রায় পার পেয়েছে বলেও ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

গোল্ডলিফ সিগারেট কেন পাওয়া যাচ্ছেনা জানতে চাইলে এলাকার অধিকাংশ সিগারেট ব্যবসায়ী জানান, কোম্পানি সিগারেট দিচ্ছেনাতাই পাওয়া যাচ্ছেনা। চুয়াডাঙ্গার অধিকাংশ দোকানি অভিযোগ করে বলেন, কোম্পানি জেলার বড় বড় ব্যবসায়ীদেরকে প্রচুর পরিমাণে সিগারেট দেয়া হয়েছে। ছোট ছোট ব্যবসায়ীরা না পাওয়ায় ৬ টাকার সিগারেট৮ টাকায় বিক্রি করছেন। দোকানিরা আরো জানান গতকাল শনিবারও গোল্ডলিফ সিগারেট কোম্পানির গাড়ি এসেছে। অন্যান্য ব্রান্ডের সিগারেট আছে অথচ গোল্ডলিফ নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট কোম্পানির কোনো কর্মকর্তার সাথে যোগাযোগ করতে না পারায় এর প্রকৃত কারণ জানা সম্ভব হয়নি। তবে ধুমপায়ীদের ধারণা ওই কোম্পানির স্থানীয় পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা কৃত্রিম সংকট দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার গোল্ডলিফ ধুমপায়ীরা।