চুয়াডাঙ্গায় সহপাঠীর ক্রিকেট ব্যাটের আঘাতে স্কুলছাত্র নাঈমুর আহত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে দ্রুতগতিতে বল করায় ডিঙ্গেদহ সেহরাওয়ার্দী স্বরণী বিদ্যাপীঠের ৮ম শ্রেণির ছাত্র নাঈমুরকে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে মেরে আহত করা হয়েছে। নাঈমুর চুয়াডাঙ্গা জেলা সদরের ডিঙ্গেদহ মানিকদিহিপাড়ার মিজানুর রহমানের ছেলে ও ডিঙ্গেদহ সোহরাওয়ার্দী স্বরণী বিদ্যাপীঠের ৮ম শ্রেণির ছাত্র। গতকাল শুক্রবার সন্ধ্যায় আহতাবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় হাসপাতালে নাঈমের শয্যাপাশে থাকা তার বাবা মিজানুর রহমান ও তার সহপাঠীরা অভিযোগ করে বলেন, গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে ডিঙ্গেদহ-খেজুরার যৌথ ঈদগাহ মাঠে ছুটির দিনে একই স্কুলের সহপাঠীরা ক্রিকেট খেলছিলো। নাঈমুর জোরে বল করায় তারই সহপাঠী ব্যাটসম্যান একই এলাকার রফিকুল ইসলাম রফির ছেলে আসিবের সাথে তর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে আসিব তার হাতে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে নাঈমুরের মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে প্রথমে ডিঙ্গেদহের পল্লি চিকিৎসক এমএ বারীর কাছে চিকিৎসা দেয়। নাঈমুরের অবস্থার অবনতি হলে ওই দিন সন্ধ্যায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।