চুয়াডাঙ্গায় মুক্ত দিবস পালিত

স্টাফ রিপোর্টার/ভ্রাম্যমাণ প্রতিনিধি: নানা আয়োজনের মধ্যদিয়ে চুয়াডাঙ্গায় মুক্ত দিবস পালিত হয়েছে। চুয়াডাঙ্গা মুক্ত দিবস উপলক্ষে গতকাল শনিবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্না। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতৃবৃন্দ। দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি শহীদ হাসান চত্বরের নামফলকে পুষ্পমাল্য অর্পণ করে। তারপর নাটুদহ আটকবরে ৮ শহীদের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আজাদুল ইসলাম আজাদ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নূরুল ইসলাম মালিক, পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন প্রমুখ। এরপর ৮ শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়। এরপর ৮ কবর মুক্তমঞ্চে শুরু হয় আলোচনাসভা। হাফেজ বদরুল আলমের কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে এমপি ছেলুন জোয়ার্দ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আজাদুল ইসলাম আজাদ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নূরুল ইসলাম মালিক, পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজু, জেলা শ্রমিকলীগের সভাপতি আফজালুল হক, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সোহরাব হোসেন, কার্পাসডাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টো, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আজিজুল হক, জেলা ছাত্রলীগের সহসভাপতি রুবাইদ বিন আজাদ সুস্তি, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক প্রমুখ। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা নজির আহম্মেদ, হামিদুল্লাহ বিশ্বাস, আব্দুল করিম, রহমতউল্লাহ, মিয়াজান, মহাসীন প্রমুখ। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য সোলায়দান হক জোয়ার্দ্দার বলেন, ‘মুক্তিযুদ্ধের গৌরবজ্জ্বল ইতিহাস সঠিকভাবে লিপিবদ্ধ করতে হলে যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই করতে হবে। আর যারা রাজাকারদের ইন্দন দিয়ে বাংলাদেশকে বহির্বিশ্বে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চাই তাদেরও বিচার এই মাটিতেই করতে হবে। বর্তমান প্রজন্মের কাছে আমার অনুরোধ স্বাধীনতা যুদ্ধে আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম আবারও এ অপশক্তির বিরুদ্ধে সেইভাবে ঐক্যবদ্ধ হতে হবে।’ পরে শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদউজ্জামান লিটু। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন। এরপর সন্ধায় চুয়াডাঙ্গা শিল্পকলা মুক্তমঞ্চে চুয়াডাঙ্গা মুক্ত দিবসের স্মৃতিচারণমূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নূরুল ইসলাম মালিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। অতিথি ছিলেন পৌরমেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মুন্সী আব্দুল মান্নান প্রমুখ।