চুয়াডাঙ্গায় পাবলিক সার্ভিস উইক গণচেতনতা সপ্তাহ উদযাপনের লক্ষ্যে সংবাদ সম্মেলন

 

 

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রীর এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সহযোগিতায় চুয়াডাঙ্গায় আয়োজন করা হয়েছে পাবলিক সার্ভিস উইক (গণসচেতনতা সপ্তাহ)। এর অংশ হিসেবে গতকাল শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন।

জেলা তথ্য অফিসের আয়োজনে পাবলিক সার্ভিস উইক যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাঈদ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সাংবাদিকদের সামনে তুলে ধরেন। পরে উপস্থিত সাংবাদিকবৃন্দের জানানো হয় মরসুমি ফল, খাদ্য দ্রব্যসহ বিভিন্ন সামগ্রীতে ফরমালিনের অপব্যবহার ঠেকাতে সরকারের গৃহিত পদক্ষেপের কথা উপস্থাপন করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মশিউর রহমান, সাবেক অধ্যক্ষ এসএম ইস্রাফিল, প্রেক্লাবের সভাপতি প্রবীন সাংবাদিক মাহাতাব উদ্দিন প্রমুখ।