চুয়াডাঙ্গায় দু দিনব্যাপী রূপকল্প ২০২১ নাগরিক সেবায় উদ্ভাবন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় দু দিনব্যাপী রূপকল্প ২০২১ নাগরিক সেবায় উদ্ভাবন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত সোমবার জেলা প্রশাসনের আয়োজনে মন্ত্রী পরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সসেস-টু-ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সহযোগিতায় দু দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার গতকাল ছিলো শেষ দিন। সমাপনী অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনাসভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এছাড়া প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সসেস-টু-ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের রিসোর্স পার্সন রাজবাড়ী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আশরাফ হোসেন, কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা নির্বাহী অফিসার রেবেকা খান, চুয়াডাঙ্গা নেজারত ডেপুটি কালেক্টর মুনিবুর রহমান, সহকারী কমিশনার ফারজানা খানম, টুকটুক তালুকদারসহ প্রশিক্ষণ নিতে আসা জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি দফতরের ৩০ জন কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক বলেন, বাংলাদেশকে একটি টেকসই উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের মধ্যে ওই কর্মশালা অন্যতম। উন্নয়নকে টেকসই করতে হলে সরকারি দফতরের কর্মকর্তারে কর্মকাণ্ড সৃজনশীল হতে হবে। তাই বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নিজের দক্ষতা বৃদ্ধিসহ তা কর্মক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সসেস-টু-ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের রিসোর্স পার্সন রাজবাড়ী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আশরাফ হোসেন, কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা নির্বাহী অফিসার রেবেকা খান। দু দিনব্যাপী এ কর্মশালার শেষ দিনে সরকারি বিভিন্ন দফতরের ৩০ জন কর্মকর্তার সমন্বয়ে গঠিত ১০টি প্রশিক্ষণ থেকে অর্জিত কর্মকাণ্ড প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন। জেলা প্রশাসক তাদের কর্মকাণ্ডের প্রশংসা করেন।