চুয়াডাঙ্গায় ট্রেনে কেটে আহত অজ্ঞাতনামা ব্যক্তির জ্ঞান ফেরেনি

 

ওষুধের অভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় নকশীকাঁথা ট্রেনে কেটে গুরুতর আহত অজ্ঞাতনামা ব্যক্তির অবস্থা শঙ্কটাপন্ন। গত ৩ দিনেও তার জ্ঞান ফেরেনি। তার পরিচয়ও পাওয়া যায়নি। উন্নত চিকিৎসার প্রয়োজন হলেও তার নিকটতম কেউ না থাকার কারণে তা সম্ভব হচ্ছে না। তার ডান হাতের কব্জি কাটা পড়েছে ট্রেনে।

গত মঙ্গলবার খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দমুখি নকশীকাঁথা টেনটি সকাল পৌনে ৭টার দিকে চুয়াডাঙ্গা স্টেশন ছেড়ে যাওয়ার প্রায় দু ঘণ্টা পর স্টেশনের পার্শ্ববর্তী রেলপাড়া এলাকায় ট্রেনলাইনের ওপর এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী। জিআরপি পুলিশে খবর দেয়া হলে পুলিশ তাকে উদ্ধার করে চুয়ডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। আনুমানিক ৫০ বছর বয়সী ফর্সা লোকটির মুখে কাঁচা-পাকা খোঁচা খোঁচা দাড়ি আছে। গায়ে কালো-ছাই রঙা জামা, শাদা রঙের গোলগলা গেঞ্জি ও পরনে ছাইরঙা ফুলপ্যান্ট আছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়েছে। হাসপাতালের এক কর্মচারী বলেছেন, হাসপাতালে চিকিৎসাধীন অজ্ঞাতনামা ব্যক্তি সম্ভবত হিন্দু সম্প্রদায়ের মানুষ। তার পরিবারের কেউ খোঁজ পেলে এ ব্যক্তির চিকিৎসা আরো তরান্বিত হতো। প্রতিদিন এ ব্যক্তির জন্য প্রায় ১ হাজার টাকার ওষুধ লাগছে। এ কদিনের ওষুধ দিয়েছেন দারিদ্র্য পুনর্বাসন সংস্থার সম্পাদক মানিকুজ্জামান মানিক। তিনি কোনো দাতা বা হৃদয়বান ব্যক্তির সহযোগিতা কামনা করে বলেছেন, প্রয়োজনীয় ওষুধপালা দিলেই হয়তো লোকটিকে বাঁচানো সম্ভব। তার জ্ঞান ফিরলেই হয়তো বা সবকিছুর সমাধানও হয়ে যেতো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *