চুয়াডাঙ্গায় জাতীয় শোকদিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকীতে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। অতিথি ছিলেন অতিরক্তি পুলিশ সুপার আব্দুল মোমেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ অন্যান্যরা।

সভায় জানানো হয়- জাতীয় শোক দিবসে বরাবরের মতো বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন। সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এসে শেষ হবে। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে। এছাড়া অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি পালন করবে। এসব প্রতিষ্ঠান সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধ নিমিত্ত রাখবে। তবে জাতীয় পতাকা অবমাননাকারীকে কঠোর শাস্তি দেয়া হবে। দিবসটি যথাযথ মর্যাদা ও নিরাপত্তার মধ্যদিয়ে পালিত হবে। এজন্য সকলের সহযোগিতা চাইলেন জেলা প্রশাসক।