চুয়াডাঙ্গায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফের নেতৃত্বে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের গ্রেফতারের দাবিতে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে। গতকাল শনিবার বিকেলে চুয়াডাঙ্গা কোর্টমোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ হাসান চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান নিপ্পনের পরিচালনায় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ। এছাড়াও বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগের দফতর সম্পাদক শেখ সামী তাপু, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা কানন আহমেদ। এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন বিরোধীদলীয় জঙ্গিনেত্রী খালেদা জিয়া ও তার কুপুত্র তারেক জিয়া ক্ষমতায় থাকাকালীন জনগণের যে অর্থ আত্মসাৎ করেছে জনগণ তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এজন্য বাংলাদেশ ছাত্রলীগসহ তার প্রতিটি ইউনিট সদাসজাগ থাকবে ও রাজপথে লড়াই সংগ্রাম চালিয়ে যাবে। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগ নেতা আফ্রিদি, সবুজ, হিরণ, চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগ নেতা মানিক, সুইট, রিয়াজ মোল্লা, জীবন, মারুফ, কামরান, জাহিদ, রাকিব, শাওন, নিশান, হিমু, ফারহান রাব্বি, আরাফাত প্লাবন, ইসতিয়াক সিথুন, আরফিন সজীব, সানজিদ, হাবিব শাওন, আনিস, দিশান, সাফিন, তৌফিক, ইমন, সোহান, তাজিব, ফয়সাল, সাহেদ, আসিফ, মেহেদী, অর্ণব প্রমুখ।