চুয়াডাঙ্গায় কোরবানির পশু জবাই নিশ্চিতকরণ উপলক্ষে প্রস্তুতিসভা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় কোরবানির পশু জবাই নিশ্চিতকরণ উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সিভিল সার্জন ডা. পীতাম্বর রায় ও দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাড. আকসিজুল ইসলাম রতন, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ, সহকারী কমিশনার টুকটুক তালুকদার, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এবিএম রবিউল ইসলাম, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

সভায় জেলা প্রশাসক বলেন বলেন, কোরবানি পশু জনবহুল স্থানে জবাই না করা এবং আবর্জনাসমূহ নির্দিষ্ট স্থানে ফেলার ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে পৌরসভাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সার্বিক সহযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়া কোরবানিকৃত পশুর চামড়া যেনো পাচার না হয় সেদিকে লক্ষ্য রাখতে পুলিশ প্রশাসনকে অনুরোধ জানানো হয়।