চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

স্টাফ রিপোর্টার: ‘প্রবীনদের প্রত্যাশাই আমাদের ভবিষ্যত’ আর্ন্তজাতিক প্রবীণ দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় ৱ্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও প্রবীণ হিতৈষী সংঘ এবং এনজিও সমূহের আয়োজনে বর্ণাঢ্য ৱ্যালি রেব করা হয়।  ৱ্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে কোর্টমোড় প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনাসভার আয়োজন করে। প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে ওয়েভ ফাউন্ডেশনের সহসমন্বয়কারী নুঝাত পারভীনের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাঈদ মাহবুব, বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য মুন্সি আলমগীর হান্নান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ছানোয়ার হোসেন, কথা সাহিত্যিক প্রবীণ ব্যক্তি মকবুলার রহমান, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ওমর আলী, সাবেক অধ্যক্ষ এসএম ইস্রাফিল, সিদ্দিকুর রহমান এনজিও প্রতিনিধি শাহিন সুলতানা মিলি, শাহেদ হাসান হালিম, সাইদুর রহমান প্রমুখ। প্রবীণদের মধ্যে বক্তব্য রাখেন গোকুলখালী মাধমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক খাইরুর বাশার, জেলা জিসিএ সভাপতি প্রবীণ ব্যক্তি ওয়ালিউর রহমান মালিক টুল্লু। প্রবীণ হিতৈষী সংঘের সদস্য আয়ুব মোল্লার কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। স্বাগত বক্তব্য রাখেন প্রবীণ হিতৈষী সংঘের সচিব আক্তারুজ্জামান গাবু। অনুষ্ঠানে সরকারি বালিকা বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ নারীনেত্রী ইলাহককে শ্রেষ্ঠ নারী সম্মাননা ক্রেস্ট, মহিয়সী মা হিসেবে বোয়ালমারী গ্রামের দুখিরন নেছাকে ও মহিয়সী বাবা হিসেবে কমলাপুর গ্রামের আতিয়ার রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া উপস্থিত সকল প্রবীণ ব্যক্তিদেরকে একটি করে চার্জার লাইট প্রদান করা হয়েছে।

মেহেরপুর অফিস জানিয়েছে, আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার মেহেরপুরে র‌্যালি, আলোচনাসভা ও চিত্র প্রদর্শণীর আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। প্রবীণ হৈতষী সংঘের সভাপতি ডা. রমেশ চন্দ্রনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবু বকর সিদ্দিক, সদর উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল মালেক মোল্লা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ মো. আসকার আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ হৈতষী সংঘের সহসাংগঠনিক সম্পাদক অবসর প্রাপ্ত প্রকৌশলী নূরুল ইসলাম। পরে প্রবীণদের মধ্যে ছাতা বিতরণ করা হয়।