চুয়াডাঙ্গায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব ও যুবতীদের উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

VLUU L100, M100 / Samsung L100, M100

 

স্টাফ রিপোর্টার: আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গা সদরের যুব ও যুবতীদের উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সদর উপজেলা যুব উন্নয়ন অধিদফতর এ কর্মশালার আয়োজন করেন। চুয়াডাঙ্গা সদরে উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদফতরের উপপরিচালক জাহিদুল ইসলাম, সহকারী পরিচালক মাসুম আহাম্মেদ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল সামী। যুব উন্নয়ন অধিদফতরের সিএস আসাদুজ্জামান আসাদের উপস্থাপনায় স্বাগতিক বক্তব্য রাখেন সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার জাহাঙ্গির আলম। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা গোলাম হায়দার, প্রতিবন্ধী উন্নয়ন সেবা কেন্দ্রের কো-অডিনেটর রাকিবুল ইসলাম। চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস বলেন মানুষ কোনো কিছু স্বপ্ন না দেখলে ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। নিজের স্বপ্ন মতো যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করা সম্ভব। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে অনেক বেকার যুবক তাদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে। যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে বসে না থেকে উদ্যোক্তা হওয়ার জন্য সকলকে অনুরোধ জানান। সভাপতির বক্তব্যে চুয়াডাঙ্গা সদর ইউএনও কেএম মামুন উজ্জামান বলেন ডায়াবেটিকস হলে যেমন মানুষের শরীরে বিভিন্ন রোগের বাসা বাঁধে, তেমনি বাল্যবিয়ে দিলে মা ও শিশু মৃত্যু, বহু বিবাহ, তালাক, নারী নির্যাতন, নারী শিক্ষার পথে বাধা এবং আত্মহত্যা বৃদ্ধি পায়। এজন্য চুয়াডাঙ্গা সদর থেকে বাল্যবিয়ে শুন্যের কোঠায় আনার জন্য সকলের সহযোগিতা চান।