চুয়াডাঙ্গার সড়াবাড়িয়া হাইস্কুলে রাতের আঁধারেও উড়ছে জাতীয় পতাকা

স্টাফ রিপোর্টার : রাতেও পতাকা উড়ছে চুয়াডাঙ্গা সদর উপজেলার সড়াবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে। এটি স্কুল কর্তৃপক্ষের অজ্ঞতা না কি পতাকার প্রতি অবমান না? এমন প্রশ্ন দেখা দিয়েছে এলাকার সচেতন মানুষের মধ্যে। স্বাধীনতার মাস মার্চ। ২৬ মার্চকে ঘিরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান আয়োজন করে থাকে নানা বিনোদনমূলক অনুষ্ঠানের। সদর উপজেলার গড়াউটুপি ইউনয়নের সড়াবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষও দু’দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে বিদ্যালয়ে চলছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। অথচ তখনও বিদ্যালয়ে টাঙানো ছিলো জাতীয় পতাকা। অনুষ্ঠানে দর্শকদের নজরে পড়ে রাতের আঁধারে উড়ছে পতাকা। এ ব্যাপারে জানতে চাওয়া হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান বলেন, আমি ৫টার দিকে বিদ্যালয় থেকে চলে এসেছি। তারপর কী হয়েছে বলতে পারবো না।