চুয়াডাঙ্গার সড়াবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে সঙ্কট নিরসনে দুজন শিক্ষক নিয়োগ : সংকট নিরসনের পথে

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের সড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০৬ জন শিক্ষার্থীর জন্য মাত্র একজন শিক্ষক। এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হলে দৃষ্টিগোচর হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। অবশেষে শিক্ষার্থীদের শিক্ষাদানের জন্য অতিরিক্ত দুজন শিক্ষকে নিয়োগ দেয়া হয়েছে বলে জানা গেছে। কিছুটা হলেও সঙ্কট সমাধান হবে বলে অভিভাবক মহল মনে করছে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে শহর এলাকার বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর তুলনায় ডেপুটেশনে থাকা শিক্ষকদের পল্লি অঞ্চলে এসে শিক্ষাদান করারও দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।
১৯২৬ সালে স্থানীয় শিক্ষানুরাগীদের উদ্যোগে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের সড়াবাড়িয়া গ্রামে ২ দশমিক ৫১ একর জমির ওপর গড়ে ওঠে ৩৫নং সড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ‘বিদ্যালয়ে ২০৬ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক’ এ সংক্রান্ত একটি সচিত্র প্রতিবেদন গতকাল দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় প্রকাশিত হলে নড়েচড়ে বসে জেলার শিক্ষা প্রশাসন। গতকালই বিদ্যালয়ের শিক্ষক সঙ্কটের সমাধান করতে একজন পুল শিক্ষক এবং খাড়াগোদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিয়ার রহমানকে নিয়োগ দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট দফতরসূত্রে জানা গেছে। ফলে কিছুটা হলেও শিক্ষক সঙ্কট সমাধান হবে বলে স্থানীয় অভিভাবক মহল মনে করছে।