চুয়াডাঙ্গার মোমিনপুরে ফার্মেসিতে ভ্রাম্যমান আদালতের জরিমানা

মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার মোমিনপুর বাজারে ভ্রাম্যমান আদালতে ঔষধ আইনে মোতাহার ফার্মেসি মালিকের ৩ হাজার টাকা জরিমানা আদায় করেছেন আদালত। শনিবার রাত ৯ টার দিকে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: হাবিবুর রহমান।

জানা গেছে, মোমিনপুর বাজারের মৃত আজাহার আলীর ছেলে মোতাহার (৪৫) নিজ ফার্মেসিতে দীর্ঘদিন ধরে ব্যথা নাশক (বর্তমানে নেশা ট্যাবলেট) টাপেন্টা ট্যাবলেট বিক্রি আসছিলো, সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা ডিবি পুলিশের এসআই ইবনে খালিদ, মুহিত, এএসআই রাজিবুল, ইমরান ও কনস্টেবল শাহিন ও শাকিল গোপন সংবাদের ভিত্তিতে বাজারে অভিযান চালিয়ে ৩২ পিস ট্যাপেন্টা ট্যাবলেট উদ্ধার করেন ও মোতাহার ফার্মেসির মালিক মোতাহারকে আটক করেন। রাত ৯ টার বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৯৪০ সালের ১৮/২৭ ধারায় ওষুধ আইনে অনুমোদন ছাড়া ওষুধ বিক্রির অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: হাবিবুর রহমান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *