চুয়াডাঙ্গার বেগমপুর ফাঁড়ি পুলিশের মাদকবিরোধী অভিযান : কেরুজ শ্রমিক হিরোকসহ গ্রেফতার ৩ ॥ ফেনসিডিল উদ্ধার

স্টাফ রিপোটার: চুয়াডাঙ্গার বেগমপুর ফাঁড়ি পুলিশ মাদকবিরোধী চালিয়ে কেরুজ শ্রমিক বহুল আলোচিত হিরোকসহ ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ফেনসিডিল। ৩ জনের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে। গতকাল রোববার রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মাসনুন লেলিন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ৩ জন চিহ্নিত মাদককারবারী ফেনসিডিলের চালান নিয়ে মোটরসাইকেলযোগে জীবননগরের সিংনগর থেকে দর্শনার উদ্দেশে যাচ্ছে। এ সংবাদের ভিত্তিতে মাসনুন লেলিন সঙ্গীয় ফোর্স নিয়ে ওত পেতে থাকেন উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া কলুপাড়া মোড় নামক স্থানে। পুলিশ ওই মোড়ে দুটি মোটরসাইকেলের গতিরোধ করে ৩ জনকে সন্দেহমূলকভাবে গ্রেফতার করে। মাসনুন জানিয়েছেন, গ্রেফতারকৃতরা হলো- দর্শনা পৌর শহরের মোবারকপাড়ার নুর হাকিমের ছেলে কেরুজ চিনিকলের উৎপাদন বিভাগের শ্রমিক নজরুল ইসলাম ওরফে হিরোক (৩৩), ঈশ্বরচন্দ্রপুরের হারান আলীর ছেলে সামিরুল ইসলাম (৪০) ও কেরুজ টেডি কোয়াটারের ফজলুর রহমানের ছেলে সাগর (২৫)। গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি চালিয়ে পুলিশ ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এছাড়া গ্রেফতারকৃতদের ব্যবহৃত শাদা রঙের ১৫০ সিসি অ্যাপাসি ও কালো রঙের সিডিআই ১০০ সিসি হাউজিং মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় এসআই মাসনুন লেলিন বাদী হয়ে গতকাল রাতেই গ্রেফতারকৃত হিরোক, সাগর ও সামিরুলের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেছেন।