চুয়াডাঙ্গার জালশুকা গ্রামে অটোর ধাক্কায় স্কুলছাত্রী টুনি নিহত

ডিঙ্গেদহ প্রতিনিধি: ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কার মর্মান্তিকভাবে মারা গেছে চুয়াডাঙ্গা সদরের জালশুকা গ্রামের মিজানুর রহমানের মেয়ে ডিঙ্গেদহ বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী মিসকাতুল খাতুন টুনি (১৩)। হিজলগাড়ি-ডিঙ্গেদহ সড়কের জালশুকা মাঠপাড়ার নিকট এ দুর্ঘনা ঘটে। প্রত্যক্ষ্যদর্শীরা জানান, টুনি তার দুই বান্ধবীর সাথে গত সোমবার বেলা ১২টার দিকে ডিঙ্গেদহ বালিকা বিদ্যালয় থেকে প্রাইভেট পড়ে আলমসাধুযোগে বাড়ির পাশে নেমে রাস্তা পার হওয়ার সময় হিজলগাড়ির দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা টুনির তলপেটে ও পায়ে জোরে ধাক্কা মারে। এ সময় টুনি পাকা রাস্তার ওপর আছড়ে পড়ে মারাত্মকভাবে আহত হয়। প্রতিবেশী ও আত্মীয়স্বজনেরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসারত অবস্থায় বেলা ৪টার দিকে টুনি মারা যায়। টুনির লাশ বেলা সাড়ে ৪টার দিকে বাড়িতে পৌঁছুলে গ্রামে নেমে আসে শোকের ছায়া। তবে এ ব্যাপারে কোনো মামলা হয়নি। ময়নাতদন্ত ছাড়াই গত সোমবার রাতেই জালশুকা গ্রামের সরকারি কবরস্থানে টুনির মৃতদেহ দাফন করা হয়।