চুয়াডাঙ্গার খাসপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পুলিশের উপস্থিতিতে রক্তক্ষয়ী সংঘর্ষ : শিশুসহ আহত ৬

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার খাসপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পুলিশের উপস্থিতিতে ইটপাটকেল নিক্ষেপের মধ্যদিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশু মহিলাসহ ৬ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে নেয়া হয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের খাসপাড়া মাঝেরপাড়ায় ১৪ শতক ভিটে জমি নিয়ে ওয়ারিশসূত্রে পাপ্ত শফিকুল এবং ক্রয়সূত্রে পাপ্ত মজিবর শিকদারদের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে উভয় পক্ষ আদালতে একাধিক মামলাও করেছে। বর্তমানে ওই জমিতে প্রবেশের ক্ষেত্রে আদালতের নিষেধাক্কা আছে। নিষেধাক্কা অমান্য করে হাবু শিকদারের ছেলে মজিবর ও শাফাতুল্লা গতকাল শুক্রবার বেলা সাড়ে ৪টার দিকে বেড়া দিতে যায়। এতে বাঁধা দিতে আসে শফিকুল। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উপস্থিত হয় তিতুদহ ক্যাম্প পুলিশের ইনচার্জ এএসআই আলমগীর হোসেনসহ সঙ্গীয় ফোর্স। পুলিশের উপস্থিতিতে উভয়পক্ষ একে অপরকে লক্ষ করে ইট পাটকেল ছুড়তে থাকে। ইটের আঘাতে রক্তাক্ত জখম হয় মজিবর শিকদার পক্ষের আকিব অপর দিকে শফিকুল পক্ষের আহত হয় আফিয়া, সোনিয়া, ডালিয়া, ইসমাইল ও শিশু মেয়ে রিয়া। আহতদের উদ্ধার করে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় শফিকুল মামলা করতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে উপস্থিত ছিলো। এ বিষয়ে এএসআই আলমগীর হোসেন বলেন, আমাদের উপস্থিতিতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়।