ঘোষিত তফশিল চ্যালেঞ্জ করে রিট

স্টাফ রিপোর্টার: আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফশিল চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। গতকাল শনিবার দুপুরে আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ এ রিট আবেদনটি করেন। আজ রোববার রিটটি শুনানির জন্য আদালতে উপস্থাপন করা হতে পারে। এর আগে গত মঙ্গলবার দশম জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও মন্ত্রিপরিষদ সচিবকে লিগ্যাল নোটিশ পাঠান ইউনুস আলী আকন্দ। এতে একই সাথে তফশিল বাতিলেরও দাবি জানানো হয়েছিলো। গত সোমবার সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ জাতির উদ্দেশে দেয়া ভাষণে দশম জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করেন। ঘোষিত তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৫ ও ৬ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর। ভোটগ্রহণ হবে আগামী ৫ জানুয়ারি।