গাজীপুরে অস্ত্র-গুলিসহ আটক ছয়

স্টাফ রিপোর্টার: গাজীপুরের শ্রীপুর উপজেলায় অস্ত্র ও গুলিসহ ছয় যুবককে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের নয়নপুর (তেলিহাটি মোড়) এলাকার আইভিএস স্টিল মিল কারখানার ব্যবস্থাপকের কার্যালয় থেকে এগুলো উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ঝিনাইদহের শৈলকূপা উপজেলার সাইদুল ইসলামের ছেলে কারখানার ব্যবস্থাপক কামাল হোসেন (৩৫), গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বরুয়াবাড়ী গ্রামের হেমায়েত ফকিরের  ছেলে কারখানার সহকারি ইনচার্জ মো. নুরুজ্জামান (৩২), শ্রীপুর উপজেলার তেলিহাটি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে বাবলু হোসেন (২৮), গোদারচালা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম (৩০), মুলাইদ গ্রামের হাবিজ উদ্দিনের ছেলে মোস্তফা কামাল (৩১) এবং বারতোপা গ্রামের তমিজ উদ্দিনের ছেলে মাসুদ রানা (৩৪)।  শ্রীপুর মডেল থানার ওসি আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। এ সময় বস্তায় মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, তিনটি ম্যাগজিন ও ১২৫ বোতল বিয়ার উদ্ধার করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *