গাংনী ও মুজিবনগরে প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন দাবিতে মানববন্ধন

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরে মুজিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেড করসপন্ডিং স্কেলে বেতন নির্ধারণসহ প্রধান ও সহকারী শিক্ষকদের একশ ভাগ পদোন্নতি এবং সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে বেতন নির্ধারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মুজিবনগর উপজেলা শাখা। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে মুজিবনগর উপজেলার সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি আফতাবউদ্দীন। এ সময় সাধারণ সম্পাদক গোলাম নবীসহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর গাংনীতে মানববন্ধন করেছেন বাংলাদেশ প্রাথমিক সমিতিভুক্ত শিক্ষকরা। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রদান, সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকের এক ধাপ নিচে বেতন নির্ধারণ ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডসহ ক্রসপন্ডিং স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মেহেরপুর জেলা শাখা সভাপতি হাফিজুর রহমান বকুল। বক্তব্য রাখেন গাংনী শাখা সাহাব উদ্দীন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আল ইমরান ও সহসম্পাদক আমান উল্লাহ, সহকারী শিক্ষক সমাজ মেহেরপুর জেলা সভাপতি নুরুজ্জামান সেলিম, গাংনী উপজেলা সভাপতি আক্তারুজ্জামান বকুল ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলামসহ নেতৃবৃন্দ।