গাংনীর রামদেবপুরে আগুনে পুড়েছে মোটরসাইকেল : নেপথ্যে শত্রুতা

?

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর রামদেবপুর গ্রামের সোহেল আহম্মেদের একটি ডিসকভারি মোটরসাইকেল আগুনে পুড়ে গেছে। গত মঙ্গলবার রাতে বাড়ির আঙ্গিণায় অস্থায়ী ঘরের মধ্যে আগুনের ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ ভুক্তভোগীদের।
জানা গেছে, তেঁতুলবাড়িয়া ইউনিয়নের রামদেবপুর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে সোহেল আহম্মদে নিজ বাড়ির আঙ্গিণায় একটি টিনের ঘরে মোটরসাইকেল তালাবদ্ধ রেখে ঘুমিয়ে পড়েন। রাত ১২টার দিকে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে মোটরসাইকেল রাখা ঘরে। পরিবারের লোকজন ঘুম থেকে ওঠে আগুন নেভানোর চেষ্টা করে। এ বিষয়ে সোহেল আহম্মেদ বলেন, পেট্রোল ঢেলে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। মোটরসাইকেলটির সিট, জ্বালানী ট্রাংকসহ বেশিরভাগ অংশ পুড়ে গেছে। ব্যবহার যোগ্য নেই। পূর্ব শত্রুতার জের ধরে গ্রামের প্রতিপক্ষের লোকজন আগুন লাগিয়ে দিয়েছে বলে ধারণা ভুক্তভোগী পরিবারের। এ বিষয়ে গতকাল বুধবার গাংনী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন সোহেল আহম্মেদ।
জানা গেছে, রামদেবপুর গ্রামের রহিদুল ইসলাম গংদের সাথে জমি নিয়ে বিরোধ রয়েছে মোটরসাইকেল মালিক সোহেল আহম্মেদের পরিবারের। চরম বিরোধের মধ্যে মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনায় অভিযোগের তীর এখন রহিদুল গংদের দিকে।