গাংনীর মহাম্মদপুরে বাবা সমাবেশ অনুষ্ঠিত

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল আমিন বলেছেন, শিশুদের সুন্দরভাবে বেড়ে ওঠা তাদের অধিকার। শিশু বিয়ে কিংবা বাল্যবিয়ে সমাজের অভিশাপ। অভিভাবক, নিকাহ রেজিস্ট্রার ও জনপ্রতিনিধিসহ যারাই বাল্যবিয়ের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গত বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর গাংনী উপজেলার মহাম্মদপুর এমএইচ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত বাবা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি ওই হুঁশিয়ারি করেন। বাল্যবিয়ের কোনো খবর পেলে তার ০১৭৪১৩৮২০০৫ নম্বর মোবাইলে খবর দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জেলা যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক সোহেল আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন সদস্য আবুল হাসেম, সেভ দ্য চিলড্রেন গাংনী ডেপুটি ম্যানেজার ইমরান চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ইউপি সদস্য গোলাম রসুলসহ নিকাহ রেজিস্ট্রার (কাজি), শিক্ষক, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম ও অভিভাবকবৃন্দ। পরে বাল্যবিয়ের কুফল নিয়ে ছাত্রীরা নাটিকা পরিবেশন করে।