গাংনীর থানাপাড়ার প্রয়াত জহুরুলের স্মরণসভা ও দোয়া মাহফিল

 

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী থানাপাড়ার সবার প্রিয় ব্যক্তিত্ব প্রয়াত জহুরুল ইসলামের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল বিকেলে স্মরণসভা থেকে তার বাড়ির সামনের স্থানটি জহুরুল মোড় ঘোষণা করা হয়। সাবেক প্রধান শিক্ষক নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সংগঠক সিরাজুল ইসলাম। প্রভাষক মহিবুর রহমান মিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন হাজি মহসিন আলী, ৮নং ওয়ার্ড কাউন্সিলর সাহিদুল ইসলাম, গাংনী থানার এসআই মনিরুজ্জামান ও আমির হোসেন। উপস্থিত ছিলেন থানাপাড়ার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

জহুরুল সম্পর্কে স্মৃতি চারণ করতে গিয়ে বক্তারা বলেন, জহরুল ছিলেন যুবসমাজের এক অন্যন্য দৃষ্টান্ত। তিনি পঙ্গুত্ব নিয়েই ভ্যান চালিয়ে সংসার চালাতেন। কারো দয়া বা অনুগ্রহ গ্রহণ করেননি। অভাব থাকলেও ছিলো না কোনো লোভ। শত প্রতিকূলতার মাঝেও তিনি মায়ের দেখাশোনা করেছেন। অতি নম্র ভদ্র ও সদালাপী জহুরুল ইসলাম ধর্মীয় কাজেও আত্মনিয়োগ করেছিলেন। তাই জহরুল ইসলাম মিশে আছেন এলাকার মানুষের হৃদয়ে। আলোচনা সভাশেষে জহরুলের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

উল্লেখ্য, গত ১৫ জুন বিকেলে নিজ ঘরের ওপরে উঠে ডাব পাড়তে গিয়ে নিচে পড়েন জহরুল। চোখানো বাঁশ বিঁধে তার করুন মৃত্যু হয়।