গাংনীর চৌগাছা গ্রামে যুবককে লক্ষ্য করে বোমা নিক্ষেপ

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার চৌগাছা ভিটাপাড়ায় সুজন (২২) নামে এক যুবকের ওপর বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে তা বিস্ফোরণ না হওয়ায় প্রাণে রক্ষা পেয়েছেন সুজন। অবিস্ফোরিত বোমাটি উদ্ধার করেছে পুলিশ।

ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চৌগাছা ভিটাপাড়ার ফরজ আলীর ছেলে সুজন বন্ধুর বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ীর অদূরে ভিটাপাড়া মোড়ে পৌঁছালে অজ্ঞাত তিনজন তাকে পেছন থেকে ডাক দেয়। তিনি সাড়া না দিলে পেছন থেকে ১টি বোমা নিক্ষেপ করে পালিয়ে যায় অজ্ঞাতরা। বোমাটি বিস্ফোরিত না হলেও  ভয়ে অজ্ঞান হয় সুজন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সুস্থ করে। খবর পেয়ে গাংনী থানা পুলিশ বোমাটি উদ্ধার করে বালি-পানি ভর্তি বালতিতে করে থানায় নেয়। বোমাটি মাঝারি আকারের ও লাল টেপ দিয়ে মোড়ানো।

এদিকে গত মঙ্গলবার রাতে গাংনীতে পৃথক দুটি ফাঁকা মাঠে দুটি বোমার বিস্ফোরণ ঘটে। বোমার বিস্ফোরণ ও সুজনের ওপর বোমা নিক্ষেপের ঘটনায় গোটা এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।