গাংনীর আড়পাড়ায় আ.লীগের যোগদান সভা

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার আড়পাড়া গ্রামে বিএনপি-জামায়াতের শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। বুধবার বিকেলে আড়পাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে তারা দল পরিবর্তন করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেকের হাতে ফুলের তোড়া তুলে দেন। ধানখোলা ইউনিয়ন আ.লীগের সভাপতি আলী আজগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা ফারহানা ইয়াসমীন ও উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান রেজা সেন্টু। অনুষ্ঠানে বিএনপি নেতা আব্দুল হালিমের নেতৃত্বে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা যোগদান করেন।

প্রধান অতিথির বক্তৃতায় এমএ খালেক বলেন, বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক কর্মকাণ্ড মানুষ আর পছন্দ করছে না। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা এখন আওয়ামী লীগে যোগদান করছে। ষড়যন্ত্রের রাজনীতির সাথে জড়িতদের বর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশ আজ বিশ্বের মধ্যে উন্নয়নের মডেল হিসেবে চিহ্নিত হচ্ছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সকলকেই বর্তমান সরকারকে সহযোগিতা করতে হবে।