গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সম্পন্ন : ইন্টারনেট সপ্তাহ শুরু

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সম্পন্ন ও ইন্টারনেট সপ্তাহ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজে সমাপনী ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। তিনি বক্তৃতায় ছাত্রছাত্রীদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে বলেন, প্রযুক্তি মেলায় অনেকেই ভালো প্রজেক্ট প্রদর্শন করছে। এর মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনোভাব প্রকাশ পেয়েছে। এটি ধরে রাখতে পারলে ভবিষ্যতে বড় আবিষ্কার আশা করা যায়। মেধাবী অনেকেই জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে উল্লেখ করে তিনি বলেন, ছেলেমেয়েরা বিপথে যাচ্ছে নানা কারণে। তাই পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এসএম জামাল আহম্মেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার, গাংনী থানা সেকেন্ড অফিসার মনিরুজ্জামান, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, সন্ধানী সংস্থা পরিচালক আবু জাফর, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কলেজ প্রধান শিক্ষক আফজাল হোসেন ও গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু। বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রজেক্ট প্রদর্শন করা হয়।