গাংনীতে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রের বিরুদ্ধে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলা চেয়ারম্যান মোরাদ আলী ও পৌর মেয়র আশরাফুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। ছাত্রলীগ নিয়ে কটূক্তি করার অভিযোগে গতকাল রোববার এ কর্মসূচি পালন করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। সকালে গাংনী বাসস্ট্যান্ড থেকে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড রেজাউল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা ছাত্রলীগ সভাপতি তৌহিদুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বিপ্লব হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগ সভাপতি বারিকুল ইসলাম লিজন। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, উপজেলা ছাত্রলীগ সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম। বক্তব্য রাখেন- পৌর ছাত্রলীগ সভাপতি মানিক আহম্মেদ, সাধারণ সম্পাদক ইমরান হাবীব, কলেজ ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রতন ও সাধারণ সম্পাদক যুবায়ের হোসেন উজ্জল। উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসিবসহ বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দ। অনুষ্ঠানের বক্তারা বলেন, গত ৪ ও ১১ মে উপজেলা চেয়ারম্যান ও পৌর বিএনপি সভাপতি মোরাদ আলীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ। ১১ মে তার বিরুদ্ধে মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে গেলে পৌর মেয়র আশরাফুল ইসলাম ছাত্রলীগ সম্পর্কে কটূক্তি করেন। যা খুবই আপত্তিকর। এ বিষয়ে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।