গাংনীতে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছাত্রীর ভাইকে মারধর

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছাত্রীর ভাই আলামিন হোসেন (১৮) কতিপয় যুককের হামলার শিকার হয়েছেন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। গতকালই ছাত্রীর পিতা বাদী হয়ে গাংনী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ।

ভুক্তভোগী আলামিন হোসেন জানিয়েছেন, তার বোন গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে প্রবেশ করার সময় গাংনীর কয়েক যুবক তাকে উত্ত্যক্ত করে। প্রতিবাদ করায় তার সাথে হাতাহাতি হয়। পরবর্তীতে ওই যুবকেরা তাদের সঙ্গীয় আরো কয়েকজনের সাথে নিয়ে আলামিনের ওপর হামলা চালায়। গুরুতর অবস্থায় আলামিনকে গাংনী পজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে আলামিনের পরিবারের লোকজন হাসপাতালে আসে। তারা অভিযুক্ত যুবকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এক পর্যায়ে কয়েকজনের নামে গাংনী থানায় অভিযোগ দায়ের করেন ছাত্রীর পিতা। গতকাল বিকেলে অভিযুক্ত একজনকে আটক করে পুলিশ। তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন গাংনীর ডিউটি অফিসার এএসআই মাহতাব আলী।