গাংনীতে অস্ত্র ও গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী লিল্টু গ্রেফতার

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের মাঠ এলাকার এক অভিযানে লিল্টু মিয়া (৩০) নামের চিহ্নিত এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে ১টি এলজি শার্টারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার ভোরের দিকে গাংনী থানা পুলিশের একটি দল এ অভিযান চালায়। গ্রেফতার লিল্টু মিয়া গাংনী উপজেলার কাষ্টদহ গ্রামের সামসুল হকের ছেলে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, লিল্টুসহ কয়েকজন সন্ত্রাসী সাহারবাটি এলাকায় অবস্থান করছে মর্মে জানতে পারে পুলিশ। গাংনী থানার এসআই বখতিয়ার খালেদ, এসআই সুফল কুমার বিশ্বাস ও এএসআই কামরুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। এ সময় সঙ্গীয় কয়েকজন পালিয়ে গেলেও অস্ত্র ও গুলিসহ পুলিশের হাতে ধরা পড়ে লিল্টু মিয়া। গাংনী থানা সূত্রে আরও জানা গেছে, চোখতোলা মাঠসহ বিভিন্ন সড়কে ডাকাতি, ছিনতাই ও বোমা ফাটিয়ে বসত বাড়িতে ডাকাতির কয়েকটি ঘটনার মূল নায়ক হিসেবে পুলিশের খাতায় লিল্টুর নাম রয়েছে। এলাকায় রয়েছে তার বেশ কয়েকজন সাগরেদ। সম্প্রতি বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবি ও সড়কে ডাকাতি চেষ্টার ঘটনায় লিল্টুর নাম সামনে আসে। পুলিশের কয়েকজন অফিসার তার গতিবিধি ও কর্মকাণ্ড নজরদারি করছিলো। এক পর্যায়ে তার অপরাধে সম্পৃক্ত থাকার বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। অস্ত্র ও গুলিসহ গ্রেফতারের ঘটনায় লিল্টুর নামে গাংনী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে পুলিশ। ওই মামলায় গতকালই তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করেছে পুলিশ।