খেলাপির মামলা হচ্ছে বেক্সিমকোর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার: খেলাপি ঋণ আদায়ে দেশের অন্যতম বৃহৎ ব্যবসায়ী প্রতিষ্ঠান বেক্সিমকো লিমিটেডের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক বিডিবিএল। গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। অবশ্য বেক্সিমকো গ্রুপের অন্যতম কর্ণধার সালমান এফ রহমান বলছেন, কোনো ভুল বোঝাবুঝি থেকে এটা হয়ে থাকতে পারে। এর আগেও বিভিন্ন সময়ে ঋণ খেলাপি হওয়ায় সংবাদ শিরোনামে এসেছেন সালমান। তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা। ডিএসইর ওয়েবসাইটে বলা হয়, ১৯৯৪ সালের ২৭ অক্টোবর থেকে ১৯৯৫ এর ৩০ মে পর্যন্ত সময়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল (তখনকার শিল্প ব্যাংক) বেক্সিমকো টেক্সটাইলকে (যা এখন বেক্সিমকো লিমিটেডের অঙ্গিভূত) ১৮ কোটি টাকা ঋণ দেয়। ওই ঋণের প্রায় ৩ কোটি ৫৭ লাখ টাকা ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বকেয়া রয়েছে। বিডিবিএলের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হলেও ঋণ পরিশোধের কোনো উদ্যোগ নেয়া হয়নি। এ ঋণ আদায়ে বিডিবিএল অর্থঋণ আদালতে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ শিল্প ব্যাংক ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা একীভূত হয়েই পরে বিডিবিএল গঠিত হয়। বিডিবিএল জানিয়েছে, মামলা করার পূর্বশর্ত হিসেবে গাজীপুরে বেক্সিমকোর সম্পদ নিলামে বিক্রির জন্য পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করা হবে। এ বিষয়ে জানতে চাইলে সালমান এফ রহমান বলেন, এটা সম্ভবত কোনো ভুল বোঝাবুঝি। এটা আমরা স্পষ্ট জানিও না। কাল বিষয়টি ঠিক করে নেবো।