ক্ষুব্ধ হয়ে চিকিৎসককে হত্যা করায় রোগীর মৃত্যুদণ্ড

মাথাভাঙ্গা মনিটর: নাকে অস্ত্রোপচারের পর শারীরিক সমস্যায় আক্রান্ত হওয়ায় চীনের লিয়ান এনকিং (৩৩) নামে এক ব্যক্তি ক্ষুব্ধ হয়ে তার চিকিৎসককে হত্যা করেছে। তাইঝোউ শহরের ইন্টারমিডিয়েট পিপল’স কোর্টের রায়ে লিয়ানকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। রিপোর্টে লিয়ানের নাকে সার্জারি করা নাক, কান ও গলা বিশেষজ্ঞের নাম উল্লেখ করা হয়নি। ওই চিকিৎসককে ছুরিকাঘাতে মারাত্মকভাবে জখম করার পর তার মৃত্যু হয়। লিয়ান আরও দুজনকে ছুরিকাঘাতে আহত করে। এ ঘটনা ঘটেছে চীনের পূর্বাঞ্চলে। এর আগে লিয়ানের বিরুদ্ধে দায়ের করা হত্যামামলার এক শুনানিতে তার বোন বলেছিলেন, ২০১৩ সালের মার্চে তার ভাইয়ের নাকে সার্জারি করানোর পর তিনি শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছিলেন। অন্যদিকে, সার্জারি সফল হয়েছে বলে দাবি করেছিলো হাসপাতাল কর্তৃপক্ষ। লিয়ানের মনে হয়েছিলো, চিকিৎসকরা তার সাথে প্রতারণার আশ্রয় নিয়েছে। তার বোন জানিয়েছেন, গত বছরের আগস্ট থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সাংহাই মেন্টাল হেলথ সেন্টারে লিয়ান চিকিৎসাধীন ছিলেন। ঘন ঘন অলীক প্রত্যক্ষণজনিত সমস্যায় আক্রান্ত হওয়ায় তাকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। আদালত মনে করে লিয়ান সজ্ঞানে এ অপরাধ সংঘটিত করেছেন ও তিনি তার অপরাধ সম্পর্কেও অবগত। সবকিছু বিবেচনায় নিয়ে আদালত লিয়ানকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে রায় প্রদান করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *