ক্ষমতার স্বার্থে বিএনপির ভারত প্রীতি

গাংনীতে ওয়ার্কার্স পার্টির জনসভায় নুর আহমেদ বকুল

গাংনী প্রতিনিধি: ‘বিএনপির মোল্লানীতির কারণে ভারত বিরোধীতা আবার ক্ষমতার স্বার্থে ভারত প্রেম’ বলে অভিযোগ করলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য নুর আহমেদ বকুল। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর গাংনীর দিঘলকান্দি গ্রামে অনুষ্ঠিত জনসভায় বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন তিনি।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বিএনপি নেতারা ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সাথে দেখা দিলেন না। এখন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের কাছে ধর্ণা দিচ্ছেন। এতে তাদের রাজনীতির দেওলিয়াত্বের প্রমাণ করে। বিএনপি-জামায়াতের অপরাজনীতি থেকে দূরে থাকতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি বিশেষ করে চালের দর নিয়ন্ত্রণে সরকারের প্রতি আহ্বান জানিয়ে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় অন্যতম এই নেতা বলেন, অতি বর্ষায় আমন ক্ষেত নষ্ট হয়েছে। আবার আমন কাটার শুরুর সময়ে বর্ষণে চাষিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। চাষিদের সহায়তায় এখনই প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে চাষিরা ঘুরে দাঁড়াতে ব্যর্থ হবেন।
গরিব দুস্থ মানুষের রেশনিং ব্যবস্থা চালু করার জোর দাবি জানিয়ে তিনি আরও বলেন, প্রকৃত চাষিদেরকে কৃষি ভর্তুকি প্রদান এবং পাটসহ অন্যান্য ফসলের নায্য মূল্য নিশ্চিত করতে হবে। অবিলম্বে গাংনীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রমের তালিকা প্রকাশের দাবি জানান তিনি। অনুষ্ঠানে সভাপত্বি করেন ওয়ার্কার্স পার্টি ধানখোলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড সভাপতি কমরেড আব্দুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, মেহেরপুর জেলা ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক কমরেড আব্দুল মাবুদ। বক্তৃতায় কমরেড আব্দুল মাবুদ বলেন, জামায়াতসহ প্রতিক্রিয়াশীল শক্তি পুনরায় ষড়যন্ত্রে মাঠে নেমেছে। তাদের দ্বারা বিভ্রান্ত হয়ে গাংনীর কতিপয় লোকজন তাদের সহায়তাও করছে। গাংনীর রাজনীতিতে অসাম্প্রদায়িক রাজনীতির স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন জেলা, উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।